পুষ্পা ২- আল্লুর সমালোচনায় একসুর রেবন্ত, ওবেসি

By Bangla News Dunia Dinesh

Published on:

puspa 2

 

Bangla News Dunia, দীনেশ :- আল্লু অর্জুন অভিনীত পুষ্পা ২-এর প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যুর ঘটনায় শনিবার উত্তাল হল তেলেঙ্গানা বিধানসভা। তাৎপর্যপূর্ণভাবে এই ইস্যুতে কার্যত একসুর শোনা গেল মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এবং মিম বিধায়ক আকবরউদ্দিন ওয়াইসির গলায়। দু-জনেই অভিযোগ করেন, প্রিমিয়ারে পদপিষ্টের ঘটনার পর আল্লু অর্জুনের আচরণে সংবেদনশীলতার অভাব নজরে এসেছে। ওয়াইসি দাবি করেন, পদপিষ্টের ঘটনা সম্পর্কে জানার পর আল্লু জানান এবার পুষ্পা ২ হিট করবে। তিনি বলেন, ‘আমার তথ্য অনুযায়ী, যখন আল্লু অর্জুনকে পদদলিত হওয়া এবং একজনের মৃত্যুর কথা জানানো হয়েছিল, তখন তিনি বলেছিলেন এখন সিনেমাটি হিট হবে।’

আরো পড়ুন :- কল্যাণী AIIMS কর্মী নিয়োগ হচ্ছে, মাসিক বেতন ৩০ হাজার টাকা

অন্যদিকে, ছবির প্রিমিয়ারে ভিড় নিয়ন্ত্রণের ক্ষেত্রে আল্লুর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন রেবন্ত রেড্ডি। মুখ্যমন্ত্রী বলেন, ‘আল্লু প্রিমিয়ারে গিয়ে ছবিটি দেখেছিলেন। বের হওয়ার সময় গাড়ি থেকে ভিড়ের উদ্দেশে হাত নেড়ে ছিলেন। পরবর্তী পরিস্থিতির কথা চিন্তা করেননি।’ রেড্ডির বক্তব্য, ‘আমিও তো বিভিন্ন জনসভায় গিয়ে বক্তৃতা দিই। সেখানে হাজার হাজার মানুষ আসেন। কিন্তু আমি নিশ্চিত করি যে পদপিষ্ট হওয়ার মতো ঘটনা যেন না ঘটে।’

আরো পড়ুন :- মহাকাশে সামরিক ঘাঁটি গড়বে ভারত, শূন্যে টহল দেবে সেনা

পদপিষ্ট হওয়ার ঘটনায় দিনকয়েক আগে আল্লু অর্জুনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। নিম্ন আদালত ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দিলেও সেই দিনই হাইকোর্ট তাঁর জামিন মঞ্জুর করে। তবে একরাত্রি জেলে কাটাতে হয়েছিল তেলুগু সুপারস্টারকে। জেল থেকে বেরিয়ে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন আল্লু। দাবি করেন, ভোরবেলা শোওয়ার ঘরে ঢুকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছিল। তাঁকে প্রাতরাশ করা বা পোশাক বদলানোর সময় পর্যন্ত দেওয়া হয়নি। জামিন পাওয়ার পরেও আল্লুকে একরাত্রি জেলে রাখা হয় বলে অভিযোগ করেছেন তাঁর আইনজীবী। তেলেঙ্গানার কংগ্রেস সরকার অবশ্য যাবতীয় অভিযোগ খারিজ করে দিয়েছে। এবার আল্লুর বিরুদ্ধে একযোগে সরব হলেন রেবন্ত রেড্ডি ও আকবরউদ্দিন ওয়াইসি।

আরো পড়ুন :- মেয়েদের ‘ফুলের মতো’ বললেন খামেনেই ! হিজাব বিতর্কের মাঝে অন্য ছবি ইরানে?

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন