‘পুষ্পা ২’ চলার সময় মুম্বইয়ের হলে ‘বিষাক্ত স্প্রে’! তদন্তে কি পেলো পুলিশ? জানতে পড়ুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

puspa 2

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ‘পুষ্পা ২’ সিনেমার উপর যেন গ্রহের ফের লেগেছে। মুক্তির আগেই হায়দরাবাদের ‘সন্ধ্যা থিয়েটারে’ সিনেমাটির এক বিশেষ প্রদর্শনীতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল এক মহিলার। গুরুতর আহত হয়েছিল তাঁর ছেলে। যার জেরে মামলা করা হয়েছে অভিনেতা আল্লু অর্জুনের বিরুদ্ধে। বৃহস্পতিবার বেঙ্গালুরুতে এই সিনেমা দেখতে যাওয়ার তাড়ায় ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক ১৯ বছরের যুবক। একই দিনে, মুম্বইয়ের বান্দ্রার বিখ্যাত ‘গ্যালাক্সি থিয়েটারে’, পুষ্পা ২ চলাকালীন অসুস্থ হয়ে পড়েন দর্শকরা। বিরতির সময় হলের ভিতরে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি একটি রহস্যময় পদার্থ স্প্রে করেছিলেন বলে অভিযোগ। এই ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ।

 

সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদন অনুযায়ী, দর্শকরা দাবি করেছেন, থিয়েটারের ভিতরে ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তি বিষাক্ত কোনও পদার্থ স্প্রে করেছিলেন। যার ফলে ফিল্মের দ্বিতীয়ার্ধ চলাকালীন, দর্শকদের অনেকেরই কাশি শুরু হয়। কেউ কেউ বমিও করে ফেলেন। বাকিরাও চরম শারীরিক অস্বস্তি অনুভব করেন। একের পর এক দর্শক অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি এমন দাঁড়ায় যে, ১৫-২০ মিনিটের জন্য সিনেমাটির প্রদর্শন বন্ধ রাখতে হয়। ‘বিষাক্ত গ্যাস’ বের করার জন্য প্রেক্ষাগৃহের সমস্ত দরজা খুলে দেওয়া হয়। ওই গ্যাসের প্রভাব কমে গেলে, তার পর ফের সিনেমা দেখানো চালু করা হয়।

 

এক দর্শক বলেছেন, ‘আমরা বিরতির সময় বাইরে বেরিয়ে এসেছিলাম। ভিতরে ফিরে যাওয়ার পর, মনে হয়েছিল, দর্শকদের যাতে কাশি হয়, কেউ এমন কিছু স্প্রে করেছে। বিরতির পর হলে ফেরার সঙ্গে সঙ্গে আমাদেরও কাশি শুরু হয়েছিল। আমি বাথরুমে গিয়ে বমি করি। ১০-১৫ মিনিট ধরে হলের ভিতর গন্ধটা ছিল। প্রেক্ষাগৃহের দরজা খোলার পরে গন্ধটি ধীরে ধীরে কমে যায়। এর পর আবার সিনেমা শুরু হয়।’

হল কর্তৃপক্ষ এই ঘটনার বিষয়ে পুলিশে অভিযোগ করেছিলেন। বান্দ্রা পুলিশের বেশ কয়েকজন পদস্থ কর্তা সেখানে আসেন। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের সন্ধানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই শো-এর দর্শকদেরও।

এদিকে, হায়দরাবাদের পদপিষ্ট হওয়ার ঘটনার প্রেক্ষিতে, কোনও বড় মাপের অভিনেতার সিনেমার স্পেশাল শো-এর প্রদর্শনই নিষিদ্ধ করল তেলঙ্গানা সরকার। শুক্রবার, রাজ্যের সিনেমাটোগ্রাফি মন্ত্রী কোমাতিরেডি ভেঙ্কট রেড্ডি এই সিদ্ধান্ত জানান।

 

আরো পড়ুন:- চাপে পড়ে নতিস্বীকার, সব ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক ইউনূসের, জানতে পড়ুন বিস্তারিত

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন