পৃথিবীর চেয়ে ১৪০ ট্রিলিয়ন গুণ বেশি জলের সন্ধান মিলল, এই বিপুল জল রয়েছে কোথায়?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- এ জলের পরিমাণ অনুমান করা দুঃসাধ্য। পৃথিবীর সিংহভাগই জল। সেই জলের যা পরিমাণ তা ভাবতে গেলেই মাথা ঘুরে যেতে পারে। সেখানে তার থেকেও ১৪০ ট্রিলিয়ন গুণ বেশি জলাধারের খোঁজ মিলল।

এখানে বোঝার সুবিধার জন্য বলে রাখা ভাল যে ১ ট্রিলিয়ন মানে ১ লক্ষ কোটি। তার মানে ১৪০ লক্ষ কোটি গুণ বেশি জল! ফলে তা যে অনুমানের বাইরে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।

এই অতি বিপুল জল রয়েছে কোথায়? বিজ্ঞানীরা জেনেছেন মহাকাশে একটি কৃষ্ণগহ্বর বা ব্ল্যাক হোল রয়েছে। যা থেকে নিঃসরিত শক্তিতে একটি সৌরজগত চলছে। যার অবস্থান ১২ বিলিয়ন আলোকবর্ষ দূরে।

আরো পড়ুন: সবুজ হচ্ছে ভারত, দেশে বৃদ্ধি পেয়েছে বনাঞ্চল, কোন রাজ্যে সবথেকে বেশি বৃদ্ধি পেয়েছে জানুন

তারমানে এখন পৃথিবী তাকে যা দেখছে তা মহাবিশ্ব সৃষ্টির কাছাকাছি সময়ের। এই মুহুর্তে তার কি অবস্থা তা জানতে পারা যাবে এখন থেকে ১২ বিলিয়ন বছর পরে!

এখানেই রয়েছে সেই জলাধার। সেখানে যে পরিমাণ জল রয়েছে তার বিশালত্ব সব ধারনার বাইরে। এটি ওই কৃষ্ণগহ্বরটির পাশেই অবস্থান করছে।

এই জলের খবর পাওয়া একটা জিনিস পরিস্কার করে দিচ্ছে যে মহাবিশ্ব সৃষ্টির সময়কাল থেকেই জল রয়েছে। আর তা মহাবিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে আছে।

জল বহু জায়গাতেই আছে। যা পৃথিবীতে থাকা জলের চেয়ে বহু বহু গুণ বেশিও। এই কৃষ্ণগহ্বর এবং তাকে কেন্দ্র করে তৈরি হওয়া একটি নক্ষত্রপুঞ্জের আবহাওয়াও একটু অন্যরকম।

তার কারণ অবশ্যই ওই বিপুল জলের উপস্থিতি। সেই সঙ্গে সেটি অত্যন্ত উজ্জ্বলও। যার ফলে অত দূরে থাকা সত্ত্বেও তা অনেক আগেই টেলিস্কোপে ধরা পড়েছিল।

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন