পেট্রোল ছাড়াও পেট্রোল পাম্পে ফ্রিতে মেলে এইসব সুবিধা, না জানলে জেনে নিন

By Bangla news dunia Desk

Published on:

 

Bangla News Dunia, দীনেশ :- ভারতে প্রতিদিন কোটি কোটি যানবাহন রাস্তায় চলাচল করে। এসব গাড়ির মধ্যে ডিজেল, পেট্রোল সিএনজি এবং ইলেকট্রিক যানবাহন রয়েছে, যার বেশিরভাগই ডিজেল ও পেট্রোলের উপর নির্ভরশীল। তাই পেট্রোল-ডিজেলের ব্যাপক চাহিদা।

পেট্রোল বা ডিজেল ফুরিয়ে গেলে আমরা প্রায়শয় আশেপাশের কোন পেট্রোল পাম্পে গিয়ে তা পূরণ করে নিই। কিন্তু অনেকেই জানেন না যে, পেট্রোল পাম্পে পেট্রোল-ডিজেল ছাড়াও অনেক বিনামূল্যে সুবিধা প্রদান করা হয়। আসুন আজকের এই প্রতিবেদনে জেনে নিই পেট্রোল পাম্পে কি কি বিনামূল্যে সুবিধা পাওয়া যায়।

টায়ারে বিনামূল্যে বাতাস ভরার সুবিধা 

আপনার গাড়ির টায়ারে যদি বাতাস কম থাকে তাহলে সাধারণত আপনি কোন মেকানিকের দোকানে গিয়ে ওই টায়ারে বাতাস সম্পূর্ণ করে নেন এবং তার জন্য আপনাকে টাকা দিতে হয়।

কিন্তু আপনি হয়তো জানেন না পেট্রোল পাম্পে পেট্রোল ভরার সময় টায়ারে বিনামূল্যে বাতাস ভরার সুবিধা রয়েছে। এর জন্য আপনাকে আলাদা করে কোন রকম টাকা দিতে হবে না। যদি কোন পেট্রোল পাম্প কর্মী এর জন্য টাকা দাবি করেন তবে তার বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ জানাতে পারেন। 

আরো পড়ুন :- G-২০ সম্মেলনে যোগ দিতে ব্রাজিল যাচ্ছেন প্রধানমন্ত্রী, যাবেন নাইজেরিয়া, গায়ানায়

পানীয় জল ও শৌচালয়ের সুবিধা 

যাত্রাপথে বেরিয়ে যদি আপনার কাছে পানীয় জল না থাকে তবে পেট্রোল পাম্পে আপনি বিনামূল্যে পানীয় জল পান করার সুবিধা পাবেন। পাম্পের মালিক আপনাকে এই সুবিধা থেকে বিরত রাখতে পারবেন না। এছাড়াও পেট্রোল পাম্পে নির্মিত শৌচালয়ের সুবিধা আপনি ব্যবহার করতে পারবেন। এর জন্য আপনাকে কোনরকম টাকা পয়সা দিতে হবে না। 

জরুরী কল করার সুবিধা 

যদি কোথাও যাওয়ার পথে আপনার ফোনের চার্জ শেষ হয়ে যায় বা আপনার ফোনে রিচার্জ না থাকে এবং আপনার জরুরী কোন কল করার দরকার পড়ে, তাহলে আপনি পেট্রোল পাম্পেই সেই সুবিধা পেতে পারবেন।

আরো পড়ুন :- ডেটে গেলে ৫০০০ টাকা, সঙ্গীকে হোটেলে নিয়ে যেতে ২৩ হাজার! যুগলদের জন্য উদ্যোগ রাশিয়ার

 

পেট্রোল পাম্পে থাকা ল্যান্ডলাইন থেকে আপনি বিনামূল্যে ফোন করতে পারবেন। পাম্পের মালিক আপনাকে এই সুবিধা নিতে বাধা করতে পারবেন না। যদি পাম্পের মালিক অসন্তোষ প্রকাশ করেন, তাহলে আপনি ওই বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ জানাতে পারবেন।

এই বিনামূল্যে সুবিধাগুলি সম্পর্কে সচেতন হলে যেকোনো সময় প্রয়োজন হলে আপনি পেট্রোল পাম্পে গিয়েই সহজেই এই সুবিধাগুলি পেতে পারবেন।

আরো পড়ুন:- ভূমিকম্পে বাঁচতে পারে কোটি কোটি প্রাণ? ISRO মহাকাশে পাঠাচ্ছে সবচেয়ে পাওয়াফুল স্যাটেলাইট

 

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- কয়েকশ কোটি ব্যয়ে তৈরি হচ্ছে ভারতের প্রথম ডেডিকেটেড লাইন, ২৩০ কিমি বেগে ছুটবে ট্রেন

আরো পড়ুন :- আবাস, ১০০ দিনের পর এ বার সর্বশিক্ষা মিশনের টাকাও বন্ধ, কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ রাজ্যের

আরো পড়ুন :- রোজ ঝগড়া হয়? সম্পর্ককে ভালো রাখুন ‘৫ সেকেন্ড রুল’ মেনে

 

 

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন