Bangla News Dunia, Pallab : নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা কার না থাকে। আপনার আমার সকলেরই রয়েছে। মোটা মাইনের চাকরি করার পরেও একটা অনিশ্চয়তা যেন সকলেরই থেকে যায়। এহেন অবস্থায় অনেকেই আছেন যারা ব্যাংকে টাকা জমান, নয়তো কেউ কেউ কোনো জিনিসে বিনিয়োগ করেন। আজকের এই প্রতিবেদনে তেমনি একটি স্কিম নিয়ে আলোচনা করা হবে, যেখানে বিনিয়োগ করার পর কয়েক বছর পর আপনিও এক ধাক্কায় লক্ষাধিক টাকা পেয়ে যেতে পারেন। হ্যাঁ ঠিকই শুনেছেন। আজকের এই প্রতিবেদনে আলোচনা হবে এনপিএস (National Pension System)। যেখানে বিনিয়োগ করে নিশ্চিন্ত থাকতে পারেন। বিশদে জানতে পড়ে ফেলুন লেখাটি।.
আরও পড়ুন:– চিনকে চাপে ফেলে ইন্দোনেশিয়ার সঙ্গে সখ্য বাড়ানোর পথে ভারত! জানুন বিস্তারিত
National Pension Scheme
আপনার অর্থ বিনিয়োগ করার জন্য বাজারে অনেক স্কিম রয়েছে। সমস্ত স্কিমের নিজস্ব pros এবং cons রয়েছে। আপনি যদি ভাবছেন কোথায় এবং কোন স্কিমে বিনিয়োগ করা নিরাপদ হবে, তাহলে এই খবরটি আপনার জন্য। আজ আমরা আপনাকে সরকার পরিচালিত এনপিএস স্কিমে বিনিয়োগের বিষয়ে বলতে চলেছি, যা আপনাকে অবসর গ্রহণের পরে ১ লক্ষ টাকা পেনশন দেবে।
এনপিএস প্রকল্পটি একটি সরকারী অবসর এবং সেভিংস প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে আপনি যে পরিমাণ অর্থ বিনিয়োগ করবেন, সে অনুযায়ী অবসরের পরে আপনি পেনশন পাবেন। ধরে নেওয়া যাক যে আপনি ২৫ বছর বয়স থেকে এই স্কিমের অধীনে বিনিয়োগ করছেন এবং আপনি ৬০ বছর পর্যন্ত বিনিয়োগ করছেন এবং আপনি সেই বিনিয়োগের উপর ১২% বার্ষিক সুদ পাচ্ছেন। এখন দেখা যাক কত বিনিয়োগ করা যায়।
বিনিয়োগ পরিকল্পনা
আপনি যদি অবসরের পরে মাসিক ১ লক্ষ টাকা পেনশন চান, তবে আপনাকে সেই অনুযায়ী বিনিয়োগ করতে হবে। প্রতি মাসে ১২% রিটার্নের প্রত্যাশায় আপনাকে ২৫ বছর থেকে ৬০ বছর অর্থাৎ ৩৫ বছর পর্যন্ত প্রায় ৭৭৫০ টাকা বিনিয়োগ করতে হবে।