পোস্ট অফিসে 10,000 টাকা করে জমিয়ে 5 বছরেই 7 লাখ ! রইল খুঁটিনাটি

By Bangla news dunia Desk

Published on:

POST OFFICE SCHEME

Bangla News Dunia, দীনেশ :- আপনি যদি একবারে টাকা বিনিয়োগ করার পরিবর্তে প্রতি মাসে আপনার সঞ্চয়ের জন্য বিনিয়োগ করতে চান, তাহলে আপনার কাছে দুটি ভাল বিকল্প রয়েছে। প্রথম বিকল্পটি হল পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট (Post Office RD), যেখানে আপনার বিনিয়োগ নিরাপদ থাকবে এবং নিশ্চিত রিটার্ন পাওয়া যাবে। দ্বিতীয় বিকল্পটি হল SIP বা সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান ৷ এর মাধ্যমে মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করা হয়। এটি শেয়ারবাজারের সঙ্গে যুক্ত একটি স্কিম ৷ তাই এর আয়ও শেয়ারবাজারের পরিস্থিতির উপর ভিত্তি করেই পরিবর্তিত হয় । আপনি যদি প্রতি মাসে 10,000 টাকা করে বিনিয়োগ করতে চান, তাহলে আপনি কোথায় কতটা সুবিধা পাবেন? চলুন এ বিষয়ে সবিস্তারে জেনে নিন।

পোস্ট অফিসের রেকারিং ডিপোজিটের মেয়াদ 5 বছর:

আপনি ব্যাঙ্কে বিভিন্ন মেয়াদে রেকারিং ডিপোজিটের বিকল্প পাবেন, কিন্তু আপনি যদি পোস্ট অফিস রেকারিং ডিপোজিটে টাকা বিনিয়োগ করেন, তাহলে আপনাকে রেকারিং ডিপোজিটে 5 বছরের জন্য বিনিয়োগ করতে হবে। কিন্তু আপনাকে পোস্ট অফিস আরডিতে ভালো সুদ দেওয়া হয়। বর্তমানে ৬ দশমিক ৭ শতাংশ হারে সুদ পাচ্ছেন।

আরো পড়ুন :- অবশেষে ২০২৫ সালে জনগণনা ! কতটা রাজনৈতিক সুবিধা পাবে বিজেপি ?

বিনিয়োগ করলে কতটা রিটার্ন পাবেন?

আপনি যদি পোস্ট অফিসের রেকারিং ডিপোজিটে বিনিয়োগ করেন, তাহলে প্রতি মাসে 10,000 টাকা করে, আপনি 5 বছরে মোট 6,00,000 টাকা বিনিয়োগ করবেন। যদি এ ক্ষেত্রে 6.7 শতাংশ হারে সুদ পান, তাহলে সুদের পরিমাণ হবে 1,13,659 টাকা। অর্থাৎ, ম্যাচুরিটিতে আপনি মোট 7,13,659 টাকা পাবেন।

আরো পড়ুন :- হিরোশিমা-নাগাসাকির মতো প্রলয় দেখবে গোটা বিশ্ব ! কিন্তু কেন ?

SIP বা সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে কত টাকা রিটার্ন পাবেন?

আপনি যদি 5 বছরের জন্য SIP বা সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে প্রতি মাসে 10,000 টাকা বিনিয়োগ করেন, তাহলে এখানেও আপনার মোট বিনিয়োগ হবে 6,00,000 টাকা। সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের গড় রিটার্ন বা সুদ প্রায় 12 শতাংশ বলে মনে করা হয়। এই পরিস্থিতিতে, আপনি 12 শতাংশ হারে সুদ হিসাবে মোট 2,24,864 টাকা পাবেন। এইভাবে, 5 বছর পরে আপনি মোট 8,24,864 টাকা পাবেন।

আরো পড়ুন :- বিশ্ব বাণিজ্যে চিনকে টক্কর দিতে প্রস্তুত ভারত !

অর্থ উপার্জনের জন্য আরও ভাল স্কিম:

সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান নিঃসন্দেহে একটি দুর্দান্ত স্কিম, তবে এটি অর্থ উপার্জনের জন্য খুব ভাল বলে মনে করা হয়। এতে, শেয়ারে সরাসরি বিনিয়োগের তুলনায় ঝুঁকি কম এবং দীর্ঘমেয়াদে কেউ চক্রবৃদ্ধি হারে সুদের সুবিধা পায়।

আরো পড়ুন:- ২৯০০ কোটি টাকা বরাদ্দ নবান্নর, উপকৃত হবেন ১ কোটি ৭ লক্ষ মানুষ, বড় প্রকল্প রাজ্য সরকারের

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের

আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর

আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন