প্যারিস ও কলকাতাকে এক সূত্রে গাঁথল ‘তিলোত্তমা’, ফ্রান্সের পরিচালকের মুখেও ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia, দীনেশ :- দেশের মাটি ছাড়িয়ে আরজি কর কাণ্ডের (RG Kar Case) রেশ পড়ল প্যারিসে। কলকাতা চলচ্চিত্র উৎসবে এসে নারী  নির্যাতনের বিরুদ্ধে গর্জে উঠলেন ফ্রান্সের পরিচালক ক্যারোলিন ভিগনাল। তাঁর মুখে শনা গেল ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান। পরিচালকের মুখে এমন কথা শুনে অনেকেই বলছেন তিলোত্তমা যেন কলকাতা ও প্যারসিকে গেঁথে ফেলল একসূত্রে।

আরো পড়ুন :- নতুন বছরেই নির্বাচনের ইঙ্গিত, বাংলাদেশে ইউনূসের মেয়াদ কি তবে শেষের দিকে ?

কলকাতা চলচ্চিত্র উৎসবে (KIFF 2024) যোগ দিতে প্রথমবার কলকাতায় এসেছেন ক্যারোলিন। তাঁর পরিচালিত ছবি উৎসবে প্রদর্শিত হচ্ছে। সেই সূত্রেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ‘তিলোত্তমার বিচারের জন্য এ শহরের লড়াইয়ের কথা আমি জানি। আমার দেশও একইভাবে উত্তাল। সেখানেও ৭২ বছরের এক নির্যাতিতার বিচার চেয়ে হাজার হাজার মানুষ পথে নেমেছেন। গোটা বিশ্বেই মহিলারা নির্যাতনের শিকার। তার বিরুদ্ধে লড়াই হচ্ছে। প্রতিবাদ হচ্ছে। সেই লড়াই লড়তে হবে সবাইকে। মেয়েদের তো বটেই।’ ক্যারোলিন তাঁর ছবির মধ্য দিয়ে দেখাতে চেয়েছেন, পৃথিবী সহজে বদলায় না। তবে বদলের চেষ্টা তো করতেই হয়। কলকাতার দর্শকেরা তাঁর ছবি ভালোবেসে দেখেছেন। তাতেই তিনি খুশি।

আরো পড়ুন :- ‘নতুন সূর্য উদিত হবে বাংলাদেশে’, লন্ডনে ভার্চুয়াল বক্তৃতায় বার্তা হাসিনার

ক্যারোলিনের ছবি দর্শকদের যেমন মুগ্ধ করেছে, তেমনি আরজি কর নিয়ে তাঁর মন্তব্য যথেষ্ট নজর কেড়েছে।  রাজ্যের মাটিতে আরজি কর আন্দোলন তিথিয়ে পড়া, তিলোত্তমার প্রকৃত খুনি কারা এসব এখনও জানা না গেলেও প্যারিসে যে ‘তিলোত্তমার’ অস্তিত্ব আজও আছে পরিচালকের মন্তব্যে তা স্পষ্ট।

আরো পড়ুন :- বাংলাদেশে হিন্দুদের উপর হামলা নিয়ে বিরাট মন্তব্য করলেন জমিয়ত উলামা-ই-হিন্দের সভাপতি মাদানি !

 

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন