Bangla News Dunia, বাপ্পাদিত্য:- লিখতে চেয়েছিলেন শান্তিবাদ নিয়েই। তাঁর প্রবন্ধের নাম ছিল ‘অন প্যাসিফিজ়ম’। কিন্তু প্রহ্লাদ আয়েঙ্গারকে ‘প্যালেস্তাইনপন্থী’ সেই প্রবন্ধ লেখার দাম চোকাতে হলো নিজের কেরিয়ার দিয়ে। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (এমআইটি)–র ছাত্র প্রহ্লাদ এই প্রতিষ্ঠানের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স বিভাগ থেকে পিএইচডি করছিলেন।
কিন্তু শুধুমাত্র ওই প্রবন্ধটি লেখার কারণে তিনি এখন তাঁর পাঁচ বছরের ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন গ্র্যাজুয়েট রিসার্চ ফেলোশিপ খোয়াতে চলেছেন। ওই একটি প্রবন্ধ লেখার জন্য ভারতীয় বংশোদ্ভূত এই ছাত্রের কলেজ চত্বরে ঢোকাতেও নিষেধাজ্ঞা জারি করেছে এমআইটি কর্তৃপক্ষ। গত মাসেই কলেজ ম্যাগাজ়িনে প্রকাশিত প্রবন্ধটি নাকি হিংসার কথা ছড়াচ্ছে, অভিযোগ কলেজ কর্তৃপক্ষের।
আরো পড়ুন:- খাচ্ছি খাবার, গিলছি ‘বিষ’! শহরের খাবারের পুর–রিপোর্ট, কি জানা গেলো?
‘দি কমিউন ম্যাগাজ়িন’, যেখানে লেখাটি প্রকাশিত হয়েছিল, তাদের মতে ‘অন প্যাসিফিজ়ম’ শীর্ষক ওই প্রবন্ধে প্যালেস্তাইন প্রসঙ্গে প্রহ্লাদ আয়েঙ্গার সরাসরি হিংসাত্মক প্রতিবাদের কথা না বললেও, শুধুমাত্র শান্তি বজায় রাখার কৌশলই যে বর্তমানে প্যালেস্তাইনের অবলম্বন হতে পারে না, সে কথা স্পষ্ট ভাবে বলা হয়েছে।
প্রবন্ধটিতে পপুলার ফ্রন্ট ফর দি লিবারেশন অফ প্যালেস্তাইন–এর একটি লোগোও ব্যবহার করা হয়েছে, মার্কিন স্টেট ডিপার্টমেন্টের কাছে যেটি একটি জঙ্গি গোষ্ঠী বলেই বিবেচিত। আয়েঙ্গারের অবশ্য বক্তব্য, তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবাদ ছড়ানোর অভিযোগ উঠেছে শুধুমাত্র ওইসব ছবির কারণেই, যেগুলি তিনি দেননি।
তাঁর তরফে আইনজীবী এরিক লি এক্স সমাজমাধ্যমে জানিয়েছেন, লেখাটির সঙ্গে পপুলার ফ্রন্ট ফর দি লিবারেশন–এর অনেক ছবি আর পোস্টারও ছাপা হয়েছে, যার মধ্যে ভয়ঙ্কর কিছু সংঘর্ষের চিত্র রয়েছে, যেগুলির দায় লেখকের নয়। এই কারণে তাঁকে সন্ত্রাসবাদী আখ্যাও দেওয়া যায় না।
ম্যাগাজ়িনের সম্পাদকের কাছে একটি মেল পাঠিয়ে এমআইটি–র ডিন অফ স্টুডেন্ট লাইফ ডেভিড ওয়ারেন রানডাল জানিয়েছেন, গোটা প্রবন্ধটির ভাষাই এমন, যাকে ‘আরও হিংসাত্মক প্রতিবাদ’এর ডাক বলে মনে হতে পারে। কলেজ প্রাঙ্গণে এই প্রবন্ধটির প্রভাবে হিংসা ছড়াতে পারে। আয়েঙ্গার অবশ্য আমেরিকান শিক্ষা প্রতিষ্ঠানে বাক্ স্বাধীনতা নেই বলে অভিযোগ এনেছেন। তবে এর আগেও একাধিক বার প্যালেস্তাইন–পন্থী মতামতের প্রকাশের জন্য সাসপেন্ড করা হয়েছে তাঁকে।
আরো পড়ুন:- মাশরুমের উপকারিতা জুরি মেলা ভার ! কি জানালেন পুষ্টিবিদ?
কী কারণে আজও অবিবাহিত পায়েল ? সিক্রেট জানলেন অবাক হবেন…https://t.co/OnLSEazndh
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024
পুরুষরা সাবধান ! ভুল অন্তর্বাসেই যৌনতায় পড়বে ভাটা, জেনে নিন বিশেষজ্ঞদের মতhttps://t.co/ubWQD3IyIV
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024
এক ছোঁয়াতেই বন্ধ হয় দরজা ! জানেন, শোভন-বৈশাখী কত লক্ষ টাকার গাড়ি চড়েন ?https://t.co/Ju9zwaum88
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024