Bangla News Dunia, বাপ্পাদিত্য:- প্রজাতন্ত্র দিবসে দেশের সংবিধানের আদর্শ রক্ষার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির কর্তব্যপথে কুচকাওয়াজ শুরুর প্রাক্কালে এক্স হ্যান্ডলে দেশবাসীকে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানালেন তিনি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ দিন লেখেন, ‘প্রজাতন্ত্রের গৌরবময় ৭৫টি বর্ষ উদযাপন করছি আমরা। যারা আমাদের দেশের সংবিধান তৈরি করেছেন সেই সকল মহিলা ও পুরুষের সামনে আমরা মাথা নত করছি। তাঁরা নিশ্চিত করেছেন যাতে আমাদের দেশ গণতন্ত্র, মর্যাদা এবং ঐক্যের পথে চলে। সংবিধানের আদর্শ রক্ষার পথকে সাধারণতন্ত্র দিবসের এই উদযাপন আরও দৃঢ় করবে এবং সর্বোপরি দেশের উন্নতির পথ প্রশস্ত করবে।’
উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর সরকারের বিরুদ্ধে সংবিধানের অবমাননা করার অভিযোগ বার বার তুলেছে বিরোধী শিবির। সাম্প্রতিক কালে ‘সংবিধান বাঁচাও অভিযান’ নিয়ে BJP এবং কংগ্রেসের মধ্যে জোর তরজা চলেছে। সংসদের অন্দরে হোক বা সংসদের বাইরে, BJP-র বিরুদ্ধে লড়াইয়ে বার বার সংবিধান তুলে ধরে নিজের অবস্থান জানিয়েছেন রাহুল গান্ধী। রাহুলকে বলতে শোনা গিয়েছিল, ‘সংবিধানে কি সাভারকরজির কণ্ঠ রয়েছে? সংবিধানে কি লেখা রয়েছে মানুষের প্রতি হিংসা প্রয়োগ, ভীতি প্রদর্শন, মানুষ খুন অথবা মিথ্যে বুলি আউড়ে সরকার চালানোর কথা? এটা সত্য এবং অহিংসার বই। ভারতের সংবিধান সামাজিক ক্ষমতায়নের কথা বলে, বাবাসাহেব অম্বেদকর, জ্যোতিরাও ফুলে, মহাত্মা গান্ধী, গৌতম বুদ্ধ যে কথা বলতেন।’ পাল্টা তাঁকেও BJP-র আক্রমণের মুখে পড়তে হয়েছে। আর এ বার প্রধানমন্ত্রীর মুখে শোনা গেল সেই সংবিধানের আদর্শ রক্ষার কথা।