প্রণামী বক্সে ভুলবশত পড়ল আইফোন, ‘ঈশ্বরের জিনিস’ বলে দাবি মন্দির কর্তৃপক্ষের, এরপর কি ঘটলো ?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মন্দির দর্শন করতে এ কী কাণ্ড! শেষমেশ আইফোন খুইয়ে বসলেন এক যুবক ৷ তামিলনাড়ুর থিরুপুরুর শ্রী কান্দাস্বামী মন্দির দর্শন করতে গিয়েছিলেন দীনেশ ৷ তখনই অসাবধানতাবশত তাঁর আইফোন পড়ে যায় মন্দিরের দান বাক্সে ৷ কিন্তু, সেই আইফোন ঈশ্বরের সম্পত্তি বলে ফিরিয়ে দিতে অস্বীকার করে কর্তৃপক্ষ।

দীনেশ যখনই কান্দাস্বামী মন্দির কর্তৃপক্ষের কাছে যান, তাঁকে সাফ জানিয়ে দেওয়া হয়, ‘ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত, ঈশ্বরের প্রতি যা কিছু অর্পণ করা হয়, সে সবই ঈশ্বরের জিনিস হয়ে যায়। ফলে ফোন ফেরত দেওয়া যাবে না।’ এমনকী ওই ভক্ত যখন জানান, ফোনে থাকা সিমকার্ডটি তিনি বার করে নেবেন নয়তো তিনি অসুবিধার সম্মুখীন হবেন ৷ তখন দীনেশকে জানানো হয় দানপাত্রে তাঁর ফোন পাওয়া গিয়েছে। তিনি চাইলে ফোন থেকে প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য নিতে পারেন। পাল্টা দীনেশ বলেন, “তাঁর ফোন ফেরত চাই।” সেই দাবি অবশ্য মানতে নারাজ মন্দির কর্তৃপক্ষ।

আরো পড়ুন: বিনামূল্যে রেশন সামগ্রীর সঙ্গে 1000 টাকা পাবেন? বিস্তারিত জানতে পড়ুন

IPHONE IN HUNDI

আইফোন খোয়ানো দীনেশ

জানা গিয়েছে, দীনেশ মাসদু’য়েক আগে ওই মন্দির দর্শনে গিয়ে পুজো দেওয়ার পর কিছু টাকা দিতে গিয়েছিলেন ঈশ্বরের নাম করে ৷ মন্দিরের ওই দানবাক্সটি একটু উঁচুতে হওয়ায় পকেট থেকে তিনি যখন টাকা বের করতে চান তখনই তা দানবাক্সে পড়ে যায় ৷ সেবার মন্দির কর্তৃপক্ষ জানায় ওই মন্দিরের হুন্ডিটি (দানবাক্স) দু’মাসে একবার মাত্র খোলা হয়। গতকাল যখন মন্দিরের তরফে দানবাক্স খোলা হয় তখন আইফোন হারানো ভক্ত মোবাইল ফেরত পাওয়ার আশায় আবার হাজির হন। কিন্তু মন্দির কর্তৃপক্ষের এক কথা, মোবাইল এখন দেবতার হয়ে গিয়েছে। তাই মোবাইল ফেরত দেওয়া যাবে না। চাইলে সিমকার্ড বের করা যাবে ৷

ঘটনাটি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। সোশাল মিডিয়া ব্যবহারকারী অনেকেই লিখেছেন, “যে আইফোন তার ব্যাটারির আয়ু বা ক্যামেরার গুণমান উন্নত করতে ঐশ্বরিক হস্তক্ষেপ চাইছে ।”

আরো পড়ুন:– গরমের দেশ ভারত, সূর্যের আলো প্রচুর, তাও দেহে ভিটামিন ডি কম, এর সমাধান বললেন ডাক্তারবাবু, জেনে নিন

আরো পড়ুন:– বাংলার শিল্পায়নে সাফল্যের মূলমন্ত্র কি ? ব্যাখ্যা করলেন অমিত মিত্র।

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন