Bangla news dunia , অজয় দাস :- ভারত চতুর দিক থেকে শত্রূ দেশে ঘেরা , তাই আমাদের দেশের জন্য প্রতিরক্ষা ব্যাবস্থাটা খুবই জরুরি। ভারত জি ডি পির ( GDP ) ১.৫ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যবহার করে থাকে কিন্তু এটা অন্যান্য দেশের থেকে অনেক কম। তবে এই ১.৫ শতাংশ ও অন্যান্য অনেক দেশের থেকে ও অনেক বেশি। আর এই বছরই ভারত তার প্রথম CDS ( চিফ ডিফেন্স স্টাফ ) নিয়োগ করেছে। এতে দেশের তিন সেনা বাহিনীর মধ্যে তালমিল ঠিকঠাক ভাবে বজায় থাকবে। ভারতের প্রথম সিডিএস বিপিন রাওয়াত বলেন আমরা নিজেদের মধ্যে ভালো তালমিল বজায় রেখে কাজ করবো।
এই বছর ভারত তার প্রথম রাফায়েল পেতে চলেছে। রাফায়েল যুদ্ধ বিমান বিশ্বের অন্যতম যুদ্ধ বিমান গুলোর মধ্যে একটা। এছাড়া এই বছরই ভারত রাশিয়ার থেকে মিসাইল ডিফেন্স সিস্টেম পেতে চলেছে। যা S-400 নামে আমরা জানি। এই সিস্টেম ভারতের কাছে আসলে ভারতের সীমা সুরক্ষিত হয়ে যাবে। এছাড়া এই বছরই ভারত আমেরিকা থেকে চিনুক হেভি হেলিকপ্টার পেতে চলেছে।
এই এই যুদ্ধাঅস্ত্র গুলো ভারতের কাছে আসলে ভারত আরো শক্তিশালী হয়ে উঠবে। এছাড়া ভারতের স্পেস প্রোগ্রাম উন্নত হওয়ায় ভারত এই প্রতিরক্ষা বাবস্থাতেও সুফল পেয়ে থাকে। এছাড়া অদূর ভবিষতে স্পেসে যুদ্ধ হতে পারে তার জন্য ভারত স্পেস ডিফেন্স সিস্টেম তৈরি করতে চলেছে। আর এই স্পেসে যেই দেশ শক্তি শালী হবে যুদ্ধে জয়ী হতে তাকে সুভিদে হবে।