প্রতিশ্রুতি পূরণ করলেন মোদি , সাত নারীর হাতে তুলে দিলেন ” সোশ্যাল “

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, অজয় দাস :- নিজের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন প্রধানমন্ত্রী মোদী। এই নারী দিবসে সাত নারীর হাতে তার সোশ্যাল মিডিয়া একাউন্ট তুলে দিলেন। প্রধানমন্ত্রীর এই একাউন্ট থেকে এই বিজয়ী নারীরা আজ সারা দিন ধরে তাদের জীবনের বিভিন্ন কাহিনী ও জীবনের সংঘষের কথা লেখতে পারবেন। আর তাদের এই সংঘষের কথা সারা  বিশ্বে ছড়িয়ে পড়বে প্রধানমন্ত্রীর সোশ্যাল মিডিয়া একাউন্ট – এর মাধ্যমে।

প্রধানমন্ত্রী মোদী এই দিন টুইট করে লেখেন – ” আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা ।  শক্তির উদ্দীপনা ও সাফল্যকে প্রণাম জানাই। কয়দিন আগে বলেছিলাম সেই ভাবে সাইন অফ করলাম আজ সারা দিন ধরে সাত জন মহিলা তাদের মতের আদান – প্রদান করবে এবং তাদের জীবন যাত্রাও হয়তো শেয়ার করবে আপনাদের সাথে আমার এই একাউন্ট থেকে ”

[ আরো পড়ুন :- বিধানসভা নির্বাচনে বাংলা জয়ের লক্ষে , বিজেপি সাংসদদের ক্লাস নিলেন মোদী ]

প্রসঙ্গত গত সোমবার রাতে প্রধানমন্ত্রী একটি টুইট করেন , আর ওই টুইটের মাধ্যমে তিনি জানান ভাবছি আগামী রবিবার সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে বেরিয়ে যাবো। তার এই টুইট আসার পরেই সারা দেশে চর্চার শুরু হয়। কেনো প্রধানমন্তী এই রকম সিদ্ধান্ত নিচ্ছেন। এর পিছনে কি কারণ থাকতে পারে। সারা দেশ যখন এই চর্চা নিয়ে বাস্থ তখন প্রধানমন্ত্রী মোদি জানান তিনি নারী দিবসের দিন তার সমস্ত সোশ্যাল মিডিয়া একাউন্ট নারীদের জন্য সমর্পিত করবেন। আর সেই মতোই আজ তিনি সাত নারীর হাতে তার সোশ্যাল মিডিয়া একাউন্ট তুলে দিলেন।

প্রধানমন্ত্রী বলেন , নারীরা বিভিন্ন ক্ষেত্রে খুব ভালো কাজ করছে। নারীদের কাজ মানুষের কাছে প্রেরণার কাজ করে। আসুন এই নারী দিবসে এই নারীদের সাফল্যকে সম্মানিত ও উদযাপিত করি এবং তাদের দেখে শিক্ষা গ্রহণ করি।

বার বারই নতুন কিছু চমক দিয়ে থাকেন প্রধানমন্ত্রী মোদী। আর এবারো তিনি ঠিক  তেমনটাই করলেন। সাত নারীর হাতে তিনি তার সোশ্যাল মিডিয়া তুলে দিলেন।

[ আরো পড়ুন :- প্রধানমন্ত্রী ও রাষ্টপ্রতির সুরক্ষার জন্য আসছে “এয়ার ফোর্স ওয়ান” বিমান ]

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন