প্রথমবার নোয়াপাড়া থেকে বিমানবন্দর ছুটল মেট্রো, কবে শুরু পরিষেবা ? জেনে নিন

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আর কয়েকমাসের অপেক্ষা ৷ খুব শীঘ্রই জুড়তে চলেছে নোয়াপাড়া থেকে বিমানবন্দর মেট্রো লাইন ৷ কারণ, ইতিমধ্যে হয়ে গিয়েছে মেট্রোর প্রি ট্রায়াল রান ৷ শনিবার প্রথমবার নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত ছুটল মেট্রোর রেক ৷ তবে গতি খুব বেশি ছিল না ৷ প্রতি ঘণ্টায় 10 কিলোমিটার বেগে গড়াল মেট্রোর চাকা ।

মেট্রো সূত্রে খবর, আগামী সোমবার থেকে শুরু হবে নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত ট্রায়াল রান ৷ তখন প্রতি ঘণ্টায় 25 কিলোমিটার বেগে মেট্রো চালানো হবে । ট্রায়াল রানে কলকাতা মেট্রো এবং নির্মাণকারী সংস্থা কেএমআরসিএল-এর উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত থাকবেন ৷ তাই তার আগে নির্দিষ্ট অংশে সবকিছু ঠিকঠাক রয়েছে কি না, তা পরীক্ষা করে দেখার জন্যেই করা হয় প্রি ট্রায়াল রান ।

আরো পড়ুন:- খাচ্ছি খাবার, গিলছি ‘বিষ’! শহরের খাবারের পুর–রিপোর্ট, কি জানা গেলো? 

নোয়াপাড়া থেকে জয় হিন্দ মেট্রো স্টেশন পর্যন্ত দূরত্ব হল প্রায় 6.25 কিলোমিটার ৷ মেট্রো চলার জন্য রেলপথ একেবারে তৈরি । এবার কেবল পরীক্ষার পালা । তাই ট্রায়াল রান করে দেখা হবে এখনও কোথায় কোথায় সমস্যা বা ত্রুটি রয়েছে কি না ৷ যদি কিছু ধরা পড়ে তাহলে সেগুলিকে ধাপে ধাপে ঠিক করা হবে । এই অংশে মহড়া দৌড় চলবে আগামী তিন মাস । আর তারপরেই রেলওয়ে সেফটি বোর্ডের সবুজ সংকেত মিললেই এই অংশে বাণিজ্যিকভাবে পরিষেবা চালু হয়ে যাবে যেকোনও দিন ।

NOAPARA TO Kolkata Airport METRO

সোমবার থেকে শুরু হবে ট্রায়াল রান (নিজস্ব ছবি)

চিফ ইঞ্জিনিয়ার (কনস্ট্রাকশন) দাবিন্দার কুমার এবং কলকাতা মেট্রোর আরও কয়েকজন উচ্চপদস্থ আধিকারিকরা শনিবার ‘প্রি ট্রায়াল রানে’ উপস্থিত ছিলেন । রেকটি দমদম ক্যান্টনমেন্টে পৌঁছলে নারকেল ফাটিয়ে পুজো করা হয় । এই অংশে দু’টি লাইন থাকলেও একটি লাইনের উপর দিয়েই মেট্রো চালিয়ে পরীক্ষা করা হবে আগামী তিনমাস ৷ কারণ, বর্তমানে ওপর লাইনটি পাতার কাজ চলছে । তাই খুবই স্বল্প গতিতে চালানো হয় মেট্রো ।

NOAPARA TO Kolkata Airport METRO

প্রথমবার নোয়াপাড়া থেকে বিমানবন্দর ছুটল মেট্রো (নিজস্ব ছবি)

2008 সালে নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত অংশের কাজে হাত দেয় মেট্রো রেল । প্রাথমিকভাবে জমি অধিগ্রহণের ক্ষেত্রে কিছুটা সমস্যা ছিল ৷ পরবর্তীতে সেই সমস্যা মিটে গিয়ে কাজ এগিয়েছে । এরপরে এবার পরিষেবা শুরুর অপেক্ষা ৷

 

আরো পড়ুন:- নতুন শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিকের 19টি বিষয়ে পাঠক্রম বদল, কোন কোন বিষয়? জেনে রাখুন

 

মন্তব্য করুন