Bangla News Dunia, বাপ্পাদিত্য:- শেয়ার মার্কেটের উত্থান-পতনের মধ্যেই একের পর এক ইনিশিয়াল পাবলিক অফারিংস (আইপিও) আসছে বাজারে। বুধবার ডেন্টা ওয়াটার অ্যান্ড ইনফ্রা সলিউশনস লিমিটেডের আইপিও-র সাবস্ক্রিপশন শুরু হয়েছে। শুক্রবার পর্যন্ত তা চলবে। আইপিও-র মাধ্যমে ২২০.৫০ কোটি টাকা তোলার টার্গেট রয়েছে এই সংস্থার। এই আইপিও-তে অফার-ফর-সেল থাকবে না। ৭৫ লক্ষ শেয়ার পুরোটাই ফ্রেশ ইস্যু করা হবে।
ডেন্টা ওয়াটারের আইপিও ঘিরে ব্যাপক আগ্রহ দেখা গিয়েছে ইনভেস্টরদের মধ্যে। শুরুর কয়েক ঘণ্টার মধ্যে ১০০ শতাংশ সাবস্ক্রিপশন হয়ে গিয়েছে। তা আরও বাড়ছে। এই প্রবণতা থেকেই বোঝা যাচ্ছে, ডেন্টা ওয়াটারের শেয়ারের অংশীদার হতে আবেদন জমা পড়বে কয়েক গুণ। সাবস্ক্রিপশন শুরুর আগে মঙ্গলবার এই সংস্থা ৬৬ কোটি টাকা তুলেছে অ্যাঙ্কর ইনভেস্টরদের থেকে।
এই আইপিও-তে লগ্নি করা নিয়ে প্রশ্ন ঘুরছে অনেকের মনেই। অধিকাংশ বিশ্লেষক সংস্থা আইপিও সাবস্ক্রাইব করার পরামর্শ দিয়েছেন। গ্রে মার্কেট প্রিমিয়াম থেকে ইঙ্গিত মিলেছে- স্টক এক্সচেঞ্জে লিস্টিংয়ের সময় এই সংস্থার শেয়ারের দাম ইস্যু প্রাইসের থেকে অনেকটা বাড়তে পারে। তাই এই আইপিও কিনতে পারলে তা লাভজনক হবে বলে মত বিশেষজ্ঞদের।
ডেন্টা ওয়াটারের প্রতি শেয়ারের ইস্যু প্রাইস ২৭৯ থেকে ২৯৪ টাকা। ৫০টি শেয়ারের লট হিসাবে লগ্নি করতে হবে এই আইপিও-তে। অর্থাৎ সবথেকে কম ৫০টি শেয়ার আপনি কিনতে পারবেন। এর বেশি কিনতে চাইলে ৫০-এর গুণিতক অর্থাৎ ১০০, ১৫০, ২০০… এই হিসাবে কিনতে হবে। এই আইপিও কিনতে ন্যূনতম খরচ হবে প্রায় ১৪ হাজার ৭০০ টাকা।
ওয়াটার ইঞ্জিনিয়ারিং, প্রোকিওরমেন্ট এবং কনস্ট্রাকশনের কাজ করে ডেন্টা ওয়াটার অ্যান্ড ইনফ্রা সলিউশন। ভারত সরকারের জল জীবন মিশন প্রকল্পে কাজ করে এই সংস্থা। একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে এই সংস্থার হাতে। ২০২২ অর্থবর্ষের শেষে এর রেভিনিউ ছিল ১১৯.৫ কোটি টাকা। ২০২৪ অর্থবর্ষের শেষে এর রেভিনিউ হয়েছে ২৩৮.৫ কোটি টাকা। এই সময়কালে নেট প্রফিট ৩৮.৩ কোটি টাকা বেড়ে হয়েছে ৫৯.৭ কোটি টাকা।
(বাংলা নিউস দুনিয়া কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকিসাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)
আরও পড়ুন:– আপনার আধার কার্ড কি অন্য় কোথাও ব্যবহার হচ্ছে! কী করে বুঝবেন? এক ক্লিকে দেখে নিন
আরও পড়ুন:– অজানা উপসর্গে পরপর ১৭ মৃত্যু, নমুনায় বিষের হদিশ, কী হচ্ছে কাশ্মীরের এই গ্রামে?