প্রথম দিনেই ১.৩৬ গুণ, এই সংস্থার IPO কেনার চাহিদা তুঙ্গে

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- এ সপ্তাহে বাজারে এসেছে একাধিক সংস্থার আইপিও। মোবিক্যুইক, বিশাল মেগা মার্টের মতো একাধিক সংস্থার আইপিও নিয়ে লগ্নিকারীদের আগ্রহ নজর কেড়েছে। ইনভেন্টুরাস নলেজ সলিউশন আইপিও-র সাবস্ক্রিপশন শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে। প্রথম দিনেই তা ভালো সাড়া পেয়েছে লগ্নিকারীদের থেকে। রেখা ঝুনঝুনওয়ালার সমর্থিত এই সংস্থার আইপিও নিয়ে আগ্রহ আরও বাড়বে বলে মত বাজার বিশেষজ্ঞদের।

প্রথম দিনের সাবস্ক্রিপশনে ইনভেন্টুরাস নলেজ সলিউশনের আইপিও-র জন্য আবেদন জমা হয়েছে ১.৩৬ গুণ বেশি। কোয়ালিফায়েড ইনস্টিটিউশনাল বায়ারদের থেকে আবেদন এসেছে ১.৫২ গুণ বেশি। রিটেল ইনভেস্টরদের থেকে আবেদন এসেছে ১.৬৮ শতাংশ বেশি। হেলথকেয়ার প্রোভাইডার এই সংস্থায় বড় লগ্নি রয়েছে রেখা ঝুনঝুনওয়ালার। এই সংস্থার ৩ লক্ষ ৯০ হাজার ৪৭৮টি শেয়ারের মালিক তিনি।

আরো পড়ুন:- মাশরুমের উপকারিতা জুরি মেলা ভার ! কি জানালেন পুষ্টিবিদ?

এই আইপিও-র প্রাইস ব্যান্ড ১ হাজার ২৬৫ টাকা থেকে ১ হাজার ৩২৯ টাকা। কোম্পানির অফার করা প্রত্যেক লটে থাকবে ১১টি করে শেয়ার। শেয়ার মার্কেটে লিস্টিংয়ের আগেই এর শেয়ার গ্রে মার্কেটে পাওয়া যাচ্ছে। এর গ্রে মার্কেট প্রিমিয়াম (জিএমপি) ৪২৫ টাকা। অর্থাৎ এই আইপিও শেয়ার বাজারে লিস্টিং হলেই তার দাম ৪২৫ টাকা পর্যন্ত বাড়তে পারে। প্রথম দিনেই লাভবান হতে পারেন লগ্নিকারীরা। এই আইপিও-র মাধ্যমে ২ হাজার ৪৯৭ কোটি টাকা তোলার লক্ষমাত্রা রয়েছে ইনভেন্টুরাসের। পুরোটাই অফার অর সেল (ওএফএস)-এর মাধ্যমে তুলবে। পরের সপ্তাহের সোমবার পর্যন্ত আবেদন চলার পর ১৭ ডিসেম্বর, মঙ্গলবার হবে এই সংস্থার শেয়ার অ্যালটমেন্ট। ১৯ ডিসেম্বর রয়েছে এর লিস্টিংয়ের দিন। বম্বে স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ- দেশের প্রধান দুই এক্সচেঞ্জেই নাম নথিভুক্ত করবে রেখা ঝুনঝুনওয়ালা সমর্থিত এই সংস্থা।

(বাংলা নিউস দুনিয়া অনলাইন কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকিসাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষাসংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)

আরো পড়ুন:- মাশরুমের উপকারিতা জুরি মেলা ভার ! কি জানালেন পুষ্টিবিদ?

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন