Bangla News Dunia, দীনেশ : প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের (Pranab Mukherjee) স্মৃতিসৌধ বানাতে উদ্যোগী হল কেন্দ্র। এর জন্য রাজঘাটে জমিও দেখা হয়েছে। এই সিদ্ধান্তের কথা চিঠি দিয়ে জানানো হয়েছে প্রণবকন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়কে (Sharmistha Mukherjee)। এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে দেখা করে ধন্যবাদ জানিয়েছেন শর্মিষ্ঠা। এর আগে প্রণবকে ভারতরত্নও দিয়েছিল মোদি সরকার।
আরো পড়ুন :- ভারতের কব্জায় থাকা নদীর অংশ দখলমুক্ত করলো বাংলাদেশ, জানুন বিস্তারিত
প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বরাবরই বিজেপির (BJP) আদর্শের থেকে একেবারে বিপরীত দিকে অবস্থান করেছেন। কিন্তু বিরোধী দলের নেতাদের সঙ্গে সুসম্পর্ক রেখে চলতেন তিনি। প্রণব রাষ্ট্রপতি থাকাকালীন নরেন্দ্র মোদির সঙ্গেও তার অত্যন্ত সুসম্পর্ক ছিল। তবে রাষ্ট্রপতি হওয়ার পর থেকেই নিজের দল কংগ্রেসের সঙ্গে দূরত্ব তৈরি হয় প্রণবের। এমনকি নাগপুরে আরএসএসের সদর দপ্তরে গিয়ে ভাষণ দেওয়ায় কংগ্রেসের সঙ্গে তাঁর সম্পর্ক আরও খানিকটা তিক্ত হয়। আজীবন কংগ্রেসম্যান প্রণব আলোচনার খোলা পরিসরে বিশ্বাস করতেন। তাই এসব খুব একটা আন্দোলিত করেনি তাঁকে।
আরো পড়ুন :- ট্রুডোর জায়গায় কে? কানাডার প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে এই ভারতীয় বংশোদ্ভূত মহিলা
সম্প্রতি প্রাক্তন প্রধানমন্ত্রী মনোমোহন সিংহের প্রয়ানের পর কংগ্রেসের বিরুদ্ধে প্রণব মুখোপাধ্যায়ের স্মরণসভা না করায় সরব হন শর্মিষ্ঠা। এছাড়াও এর আগেও অনেক ইস্যুতে রাহুল গান্ধি ও কংগ্রেস নেতৃত্বের সমালোচনা করেছেন তিনি। এবার কেন্দ্র প্রণবের স্মৃতিসৌধ করার সিদ্ধান্ত নেওয়ায় স্বাভাবিকভাবেই আপ্লুত শর্মিষ্ঠা। এদিন তিনি সাউথ ব্লকে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। পরে টুইটে শর্মিষ্ঠা লিখেছেন, “সরকার সিদ্ধান্ত নিয়েছে বাবার জন্য স্মৃতিসৌধ বানাবে। এ খবর জানার পর প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাতে গিয়েছিলাম। আরও বড় আনন্দের বিষয় হল, এর জন্য আমরা কোনও আবেদন জানাইনি। প্রধানমন্ত্রীর এই উদারতা আমাকে ছুঁয়ে গেছে”।
আরো পড়ুন :- অবশেষে ৩২ হাজার Group D কর্মী নিয়োগ শুরু ! প্রকাশিত হল বিজ্ঞপ্তিও
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025