Bangla News Dunia, অজয় দাস :- ভারতের রাষ্ট্রপ্রতি ও প্রধানমন্ত্রীর সুরক্ষার জন্য আমেরিকা থেকে কেনা হচ্ছে এয়ার ফোর্স ওয়ান বিমান। যা আকাশে রাষ্ট্রপ্রতি ও প্রধানমন্ত্রীকে সুরক্ষা প্রদান করবে। এই দুটি বিমান কোম্পানি তাদের ওয়ার্কশপে তৈরি করছে। ভারত এই দুটি বিমান কেনার জন্য ১২০০ কোটি টাকা খরচ করছে। সরকারের সূত্র থেকে জানা যায় দুটি বোয়িং -৭৭৭ বিমানের সম্প্রসারিত সংস্করণ হলো এই দুটি বিমান। এই বিমান দুটির নাম দেওয়া হয়েছে এয়ার ফোর্স ওয়ান।
এই দুটি বিমান ভারতের কাছে বেচার জন্য আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রালয় সম্মতি দিয়ে দিয়েছে। আগামী বছরের মাঝ বরাবর ভারত এই বিমান দুটি পেয়ে যাবে। এই এয়ার ফোর্স ওয়ান বিমানে থাকছে মিসাইল ওয়ার্নিং সিস্টেম , কাউন্টারমেজার ডিসপেন্সিং সিস্টেম , ইন্ফ্রায়েড এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার কাউন্টার মেজার স্যুট। ভারতীয় বায়ু সেনার অফিসারেরা ইতিমধ্যেই বেশ কয়েকবার আমেরিকার বোয়িং কোম্পানিতে গেছেন এবং এই বিমানের সুরক্ষার ব্যাপারে কথা বলেছেন। আচার এই বিমানের কাজের অগ্রগতি ও সুযোগ – সুবিধার ব্যাপারে কথা বলেছেন।
[ আরো পড়ুন :- সারা দেশে ছাড়াচ্ছে করোনা ভাইরাস ! আপনি এই সংক্রমণ থেকে কি ভাবে বাঁচবেন জানুন ]
এই দুটি বিমানের মালিকানা থাকবে বায়ু সেনার হাতে। কারণ এই বিমান দুটিকে বিভিন্ন যুদ্ধের সাজ সরঞ্জাম থাকবে। আর এই বিমান দুটির পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে বায়ু সেনার হাতে। বর্তমানে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী তাদের যাতায়াতের জন্য এয়ার ইন্ডিয়ার মালিকানাধীন ৭৪৮ মডেলের বিমান ব্যবহার করতে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের সময় ভারত ও আমেরিকা দুটি সামরিক চুক্তি করে , যেখানে ভারত আমেরিকার থেকে ভারতীয় সেনার জন্য ৬ টি এপাচি এটাক হেলিকাপ্টার ও ভারতীয় নৌবাহিনীর জন্য ২৪ টি এম এইচ ৬০ রোমিও মাল্টিরোল হেলিকাপ্টার কেনার জন্য চুক্তি বদ্ধ হয়।