Bangla News Dunia, বাপ্পাদিত্য:- প্রধানমন্ত্রী কিষাণ যোজনা ১৯ তম কিস্তির টাকা (PM Kisan Samman Nidhi 2025) কবে ঢুকবে এই প্রশ্নটি বর্তমানে সকল কৃষকদের (Indian Farmers) মনে ঘোরাফেরা করছে। দেশের সকল মানুষদের অন্নদাতাদের জন্য কেন্দ্র সহ সকল রাজ্য সরকারের তরফে অনেক সরকারি প্রকল্প নিয়ে আসা হয়েছে। আর এর মধ্যে পিএম কিষান যোজনা (PM Kisan Yojana) এবং কৃষক বন্ধু (Krishak Bandhu Scheme) সবচেয়ে জনপ্রিয়।
PM Kisan Samman Nidhi 19th Installment
দেশের নিম্ন ও দরিদ্র পরিবার গুলোর জন্য আর্থিক অনুদানের মাধ্যমে যাতে তাদের জীবনযাত্রার মান উন্নত হয়, সেই দিকেই লক্ষ্য রাখার জন্য অনেক প্রকল্পের সূচনা করেছেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় সরকারের জনপ্রিয় প্রকল্প গুলোর মধ্যে অন্যতম একটি প্রকল্প হলো প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা। এই প্রকল্পের মাধ্যমে দেশের কৃষকদের আর্থিক অনুদান দেওয়া হয়, যার ফলে কৃষকদের অর্থনৈতিক সহায়তা হয়।
আরো পড়ুন:– হাওড়া শাখায় ১ মাসের বেশি বাতিল বহু লোকাল, ভোগান্তি এড়াতে দেখে নিন তালিকা
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা
আমাদের দেশের এখনো পর্যন্ত বেশিরভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল। কৃষিকাজ হলো তাদের প্রধান জীবিকা নির্বাহের প্রধান স্তম্ভ। বর্তমান সময়ে বিভিন্ন জিনিসের যে পরিমাণ দাম বৃদ্ধি পেয়েছে, তার ফলে কৃষি কাজে ব্যবহৃত সার, কীটনাশক ও উন্নত যন্ত্রপাতির ব্যবহার করা হয় সেই গুলোর জন্য কৃষকদের খরচ অনেকটাই বৃদ্ধি পেয়েছে।এই খরচ এতটাই ব্যয় সাপেক্ষ যে চাষবাসের পরে কৃষকদের নিজেদের জন্য অর্থ অনেকটাই কম হয়ে যায়।
পিএম কিষান টাকা কবে ঢুকবে
এই জন্য কেন্দ্রীয় সরকার কৃষকদের চাষাবাসের সহায়তার জন্য আর্থিক অনুদান প্রদান করেন। প্রধানমন্ত্রী ২০১৯ সালে এই প্রকল্পটি সূচনা করেন, যার নাম প্রধানমন্ত্রী কিষান যোজনা। বছরে তিনটি কিস্তিতে মোট ৬ হাজার টাকা দেওয়া হয় এই প্রকল্পে। ২০০০ টাকা করে তিনবার এই কিস্তি দেওয়া হয়। ২০২৪ সালের ৫ ই অক্টোবরে কৃষকদের জন্য ১৮ তম কিস্তির টাকা (PM Kisan Yojana 18th Installment) পাঠানো হয়েছিল।
পিএম কিষান স্ট্যাটাস চেক
কৃষকরা এবার অপেক্ষা করছেন ১৯ তম কিস্তির টাকা পাওয়ার জন্য। জানা গিয়েছে, ১৯ তম কিস্তির টাকা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে দিয়ে দেওয়া হতে পারে। যদিও এই ব্যাপারে এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোন সরকারি ঘোষণা করা হয়নি। সাধারণত প্রত্যেক চার মাস অন্তর প্রধানমন্ত্রী কিষান যোজনার টাকা প্রদান করা হয় কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।
একটা কিস্তির টাকা দেওয়া হয় এপ্রিল জুলাই মাসে, দ্বিতীয়টা আগস্ট নভেম্বর এবং তৃতীয়টি ডিসেম্বর মার্চে ৷ যেহেতু ১৮ তম কিস্তির টাকা অক্টোবরে দেওয়া হয়েছে, তাই চার মাস গ্যাপ দিয়ে ফেব্রুয়ারি মাস নাগাদ ১৯ তম কিস্তির টাকা পাওয়ার কথা কৃষকদের। কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা ঢোকার আগে সবচেয়ে যেটা করে রাখা জরুরী, সেটি হল ই-কেওয়াইসি সম্পূর্ণ করা। প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা প্রকল্পে কৃষকদের নাম নথিভুক্ত থাকলেও কৃষকরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবে না যদি না ই-কেওয়াইসি জমা না দেয়।
PM Kisan KYC
সিএসসি অর্থাৎ কম্পিউটার সামগ্রী ও সেবা কেন্দ্র বা এনআইসি বা ন্যাশনাল ইনফরম্যাটিকস সেন্টার থেকে আপনি খুব সহজেই ই-কেওয়াইসি করতে পারবেন। আপনার নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধার কার্ড সঙ্গে নিয়ে যাবেন।প্রথমত, দেখে নেওয়া দরকার আপনার আধার কার্ড যে মোবাইল নম্বরের সাথে লিঙ্ক করা আছে সেই নাম্বার সক্রিয় আছে কিনা।
এরপর আপনাকে আধার ওটিপি ব্যবহার করতে হবে, আপনি যদি আধার ওটিপি ব্যবহার করতে না পারেন, তাহলে ‘বায়োমেট্রিক যাচাইকরণ’ অপশন নির্বাচন করতে পারেন। আপনি অনলাইনে PM Kisan Yojana eKYC প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে না পারলে আপনার নিকটবর্তী CSC কেন্দ্রে গিয়ে এই কাজটি করতে পারেন। ই কেওয়াইসি সম্পূর্ণ করার পরে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা, সেটা স্ট্যাটাস চেক করে জেনে নেবেন।
পিএম কিষান স্ট্যাটাস চেক আধার কার্ড
১) প্রধানমন্ত্রী কিষাণ যোজনার স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে সর্ব প্রথম এই স্কিমের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২) এরপর ‘সুবিধাভোগী তালিকা‘ নামক অপশনে ক্লিক করতে হবে। সেখানে রাজ্য, জেলা, ব্লক এবং গ্রামের নাম নির্বাচন করে ‘Get Details‘ অপশন নির্বাচন করুন।
৩) গেট ডিটেলসে আপনি বুঝতে পারবেন আপনার টাকা ব্যাঙ্কে ঢুকেছে কিনা।
আপনি যদি ডেইলিহান্টে এই প্রতিবেদন দেখে থাকেন তবে সমস্ত প্রকারের প্রয়োজনীয় লিঙ্ক আপনি Banglanewsdunia.com ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবেন।
এখনো পর্যন্ত যে সমস্ত কৃষকরা এই প্রকল্পে অন্তর্ভুক্ত রয়েছেন, তাদের ১৯ তম কিস্তির টাকা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসার সম্ভাবনা রয়েছে, তাই PM Kisan Samman Nidhi KYC সম্পূর্ণ করে স্ট্যাটাস চেক করে নিন উপরে বর্ণিত পদ্ধতিতে। আর এই ভাবেই আপনারা জানতে পারবেন যে আপনাদের ভাগের টাকা আপনারা পেয়েছেন কিনা।
আরো পড়ুন:- হেয়ার অয়েল নাকি ভোজ্য তেল? নারকেল তেল নিয়ে বড় রায় সুপ্রিম কোর্টের