Bangla News Dunia, বাপ্পাদিত্য:- প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা (PM Fasal Bima Yojana) হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) তরফে নিয়ে আসা আরও এক প্রকল্প যার মাধ্যমে দেশের কৃষকবন্ধুরা (Krishak Bandhu Farmers) নিজেদের রোজগার কিছুটা হলেও বাড়াতে পারে। এর আগে আমরা পিএম কিষান সম্মান নিধি যোজনা (PM Kisan Samman Nidhi Yojana) সম্পর্কে জেনেছি।
PM Fasal Bima Yojana 2024 Provide Crop Insurance
আর পিএম কিষান যোজনায় কৃষকদের ৬০০০ টাকা সাহায্য দেওয়া হয়ে থাকে। আর এই পিএম ফসল বীমা যোজনা (PM Fasal Bima Yojana) প্রকল্পে ২ লাখ টাকা ক্রপ ইনস্যুরেন্স (Crop Insurance) দেওয়া হয়ে থাকে। আমরা অনেক সময় দেখি যে কৃষকদের ঝড় জল বৃষ্টি বা শুকনোর কারণের জন্য সমস্যার সম্মুখীন হতে হয়। এই জন্য সরকারের তরফে এই প্রকল্প নিয়ে আসা হয়েছে।
প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ফর্ম ফিলাপ
কেন্দ্রীয় সরকারের তরফে কৃষকদের সুবিধার জন্য ২ লাখ টাকা দেওয়া হয়ে থাকে, এই জন্য চাষিদের সামান্য ৫ – ৭ শতাংশ পর্যন্ত ইনস্যুরেন্স প্রিমিয়াম (Insurance Premium) দিতে হবে। এই পিএম ফসল বীমা যোজনা দেশের সকল কৃষকদের জন্য জারি করা হয়েছে এবং যে কোন রাজ্য বা কেন্দ্র শাসিত অঞ্চলের কৃষকরা এই স্কিমের মাধ্যমে নিজেদের সকল আশা পূর্ণ করতে পারবে।
আরো পড়ুন:- ভূমিকম্পে বাঁচতে পারে কোটি কোটি প্রাণ? ISRO মহাকাশে পাঠাচ্ছে সবচেয়ে পাওয়াফুল স্যাটেলাইট
পিএম ফসল বীমা যোজনা অনলাইন আবেদন
PMFBY স্কিমের জন্য আবেদন করতে হলে অবশ্যই সকল গ্রাহকদের এই স্কিমের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপরে নিজেদের সকল তথ্য সঠিক ভাবে প্রদান করার মাধ্যমে রেজিস্টার করে নিতে হবে, আপনার আধার কার্ড ও মোবাইল নম্বর দেওয়ার মাধ্যমে আপনার তথ্য যাচাই করে নিতে হবে মানে আপনার মোবাইল নম্বরে একটি OTP পাঠানো হবে আর সেই OTP আপনাকে লিখে দিতে হবে।
PM Fasal Bima Yojana 2024 Provide Crop Insurance
আর পিএম কিষান যোজনায় কৃষকদের ৬০০০ টাকা সাহায্য দেওয়া হয়ে থাকে। আর এই পিএম ফসল বীমা যোজনা (PM Fasal Bima Yojana) প্রকল্পে ২ লাখ টাকা ক্রপ ইনস্যুরেন্স (Crop Insurance) দেওয়া হয়ে থাকে। আমরা অনেক সময় দেখি যে কৃষকদের ঝড় জল বৃষ্টি বা শুকনোর কারণের জন্য সমস্যার সম্মুখীন হতে হয়। এই জন্য সরকারের তরফে এই প্রকল্প নিয়ে আসা হয়েছে।
প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ফর্ম ফিলাপ
কেন্দ্রীয় সরকারের তরফে কৃষকদের সুবিধার জন্য ২ লাখ টাকা দেওয়া হয়ে থাকে, এই জন্য চাষিদের সামান্য ৫ – ৭ শতাংশ পর্যন্ত ইনস্যুরেন্স প্রিমিয়াম (Insurance Premium) দিতে হবে। এই পিএম ফসল বীমা যোজনা দেশের সকল কৃষকদের জন্য জারি করা হয়েছে এবং যে কোন রাজ্য বা কেন্দ্র শাসিত অঞ্চলের কৃষকরা এই স্কিমের মাধ্যমে নিজেদের সকল আশা পূর্ণ করতে পারবে।
পিএম ফসল বীমা যোজনা অনলাইন আবেদন
PMFBY স্কিমের জন্য আবেদন করতে হলে অবশ্যই সকল গ্রাহকদের এই স্কিমের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপরে নিজেদের সকল তথ্য সঠিক ভাবে প্রদান করার মাধ্যমে রেজিস্টার করে নিতে হবে, আপনার আধার কার্ড ও মোবাইল নম্বর দেওয়ার মাধ্যমে আপনার তথ্য যাচাই করে নিতে হবে মানে আপনার মোবাইল নম্বরে একটি OTP পাঠানো হবে আর সেই OTP আপনাকে লিখে দিতে হবে।
আপনারা এই PM Fasal Bima Yojana আবেদনপত্র দেখতে পারবেন এবং এই ফর্মে আপনারা সকল তথ্য ও যেই সকল নথিপত্র সম্পর্কে জানতে চাইবে তার সকল তথ্য আপনাদের দিয়ে দিতে হবে। আর শেষে সাবমিট করার বাটনে ক্লিক করে নিলে আপনার আবেদন পূর্ণ হবে। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন, সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।
আরো পড়ুন:- ভূমিকম্পে বাঁচতে পারে কোটি কোটি প্রাণ? ISRO মহাকাশে পাঠাচ্ছে সবচেয়ে পাওয়াফুল স্যাটেলাইট
এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন
Vidyasagar Vidyapith Recruitment 2024: শিক্ষক এবং সুপারিনটেনডেন্ট পদে হবে নিয়োগ, দেখুন বিস্তারিত👇🏻https://t.co/sjIY5TxJbN
— Daily Khabor Bangla (@daily_khabor) November 13, 2024
পড়ুয়ারা পাবে ৫০০০ টাকা স্কলারশিপ, জেনে নাও আবেদনের সহজ পদ্ধতি👇🏻https://t.co/zUNjFUuSD8
— Daily Khabor Bangla (@daily_khabor) November 12, 2024
BRO Recruitment 2024: শূন্য পদ সংখ্যা রয়েছে ৪৬৬ টি, দেখুন আবেদন পদ্ধতি👇🏻https://t.co/TDRqPo4Vix
— Daily Khabor Bangla (@daily_khabor) November 13, 2024
আরো পড়ুন :- কয়েকশ কোটি ব্যয়ে তৈরি হচ্ছে ভারতের প্রথম ডেডিকেটেড লাইন, ২৩০ কিমি বেগে ছুটবে ট্রেন
আরো পড়ুন :- আবাস, ১০০ দিনের পর এ বার সর্বশিক্ষা মিশনের টাকাও বন্ধ, কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ রাজ্যের
আরো পড়ুন :- রোজ ঝগড়া হয়? সম্পর্ককে ভালো রাখুন ‘৫ সেকেন্ড রুল’ মেনে