Bangla News Dunia, অজয় দাস :- দিল্লির রামলীলা ময়দানে প্রধানমন্ত্রী মোদির ধন্যবাদ সভার আয়জন করা হয়েছিল। সেই সভা থেকে প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জির ( Momota Banajree ) উপর তোপ দাগেন , বলেন যে এই নাগরিকত্ব আইনের জন্য মুখমন্ত্রী মমতা ব্যানার্জি একদিন আন্দোলন করতেন এবং এই আইন কার্যকারী করার জন্য একদিন তিনি লোকসভাতেও সুর চড়িযেছেন। অথচ এখন রাজনৈতিক সুবিদের জন্য তিনি এই CAA আইনের বিরোধিতা করছেন।
এছাড়াও প্রধানমন্ত্রী বলেন তৃনমুল ছাড়াও কংগ্রেস ও সি পি এম এই আইনের বিরোধিতা করছে অথচ এই দলগুলোরই নেতারা এই নাগরিকত্ব আইন পাস করানোর জন্য এক দিন সুর চড়িয়ে ছিলেন। এই দিন প্রধানমন্ত্রী আরো বলেন তার সরকার কোনো ভেদাভেদ করে না। যেমন – সরকারের “উজ্জলা যোজনা “ – এই যোজনায় যেই সব পরিবারকে গ্যাস কানেকশন দেওয়া হয়েছে তাদের কারোর জাতি জানতে চাওয়া হয়নি। ” প্রধানমন্ত্রী আবাস যোজনা “ – এই যোজনায় যেই সব পরিবারকে ঘর দেওয়া হয়েছে তাঁদের কারোর জাতি দেখে ঘর দেওয়া হয়নি , এই ঘর হিন্দু ,মুসলিম , শিখ সব ধর্মের গরিব লোকই এই ঘর পেয়েছে ও আগেও পাবেন।
প্রধানমন্ত্রী বিরোধী দলের উপর নিশানা করে বলেন , যে বিরোধী দলরা কোনো বিরোধী করার জিনিস না পেয়ে এখন এই দাঙ্গাকেই হাতিয়ার করে নিয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রী ভারতের ১৩০ কোটি মানুষের উদেশ্যে বলেন এই আইনের জন্য কোনো ভারতীয়কে দেশ ছেড়ে যেতে হবে না।
প্রধানমন্ত্রী মোদী মুসলিম নাগরিকদের উদ্দেশ্যে বলেন যে তাঁদের ভয় পাবার কোনো কারণ নেই। তারা এই দেশের নাগরিক আর তারা এই দেশেই থাকবে। প্রধানমন্ত্রী এও বলেন যে বিরোধী দলের নেতারা তাদের ভুল বোঝাচ্ছে। প্রধানমন্ত্রী আশ্বাস দেন কাউকে এই দেশ থেকে বেরকরে দেওয়া হবে না।
এছাড়াও এই সভা থেকে প্রধানমন্ত্রী মোদী দিল্লির ভোটার জন্য প্রচার শুরু করে দিয়েছেন বলে মনে করা হচ্ছে। এই দিন প্রধানমন্ত্রী বলেন যতদিন পারবো দেশের জন্য কাজ করে যাবো। এছাড়া তিনি আরো বলেন এই বিরোধিতায় তিনি ভেঙে পড়বেন না।
এই সভা মঞ্চ থেকে তিনি মুখমন্ত্রী মমতা ব্যানার্জির দেওয়া ভাষণ এর কথা ও বলেন যে মুখমন্ত্রী সোজা UN চলে গেছেন। তবে তিনি এও স্পষ্ট বলেন যে পুরো দেশেই CAA আইন চালু হবে।