প্রবীণ নাগরিকদের জন্য বড় ঘোষণা করল মোদী সরকার !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

modi

Bangla News Dunia , পল্লব : বাজেটের আগেই প্রবীণ নাগরিকদের জন্য বড় ঘোষণা অর্থ মন্ত্রকের। ৭৫ বছরের বেশি বয়সের প্রবীণদের আর আয়কর রিটার্ন দাখিল করতে হবে না। কেন্দ্রীয় বাজেটের সময় এসেই গেল। আগামী ১ ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই বছরের বাজেট থেকেও বেশ কিছু আশা রয়েছে সাধারণ নাগরিকদের।

আরো পড়ুন :- বাংলায় ৭৩৪ কোটির বিনিয়োগ মোদী সরকারের

তবে ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট পেশের আগেই দেশের প্রবীণ নাগরিকদের জন্য বড় উপহার ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। ঘোষণা করা হয়েছে, এখন থেকে ৭৫ বছরের বেশি বয়সী নাগরিকদের আর আয়কর রিটার্ন জমা দিতে হবে না। জানানো হয়েছে, যে সমস্ত বৃদ্ধ বা বৃদ্ধার আয় হিসেবে সম্বল শুধুমাত্র পেনশন বা সুদ তাঁদের আর রিটার্ন জমা করতে হবে না। ঝক্কি কমল প্রবীণদের।

গত ৫ জানুয়ারি অর্থ মন্ত্রকের তরফে টুইট করে এই তথ্য জানানো হয়েছে। কেন্দ্রীয় সরকারের এই ঘোষণা মুখে হাসি কয়েক লক্ষ প্রবীণ পেনশনভোগীদের। প্রসঙ্গত, ২০২২-২৩ অর্থবর্ষে ৭৫ বছরের বেশি বয়সের নাগরিকদের জন্য আয়কর রিটার্নে ছাড় দেওয়ার ঘোষণা করা হয়েছিল।

আরো পড়ুন :- দেশে খুচরো মুদ্রাস্ফীতি সর্বনিম্ন ! দ্রুত কমবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ?

প্রসঙ্গত, ৬০ থেকে ৮০ বছর বয়সী প্রবীণ নাগরিকদের এতদিন আয়কর রিটার্ন জমা দিতে হত। কোনও প্রবীণ নাগরিক বার্ষিক ৩ থেকে ৫ লক্ষ টাকা আয় করলে তাঁকে ৫ শতাংশ কর দিতে হত। এইভাবে বিভিন্ন আয়ের ক্ষেত্রে করের পরিমাণ বিভিন্ন হত। সেই আয়করের ঘেরাটোপ থেকে মুক্তি পেলেন ৭৫ বছরের বেশি প্রবীণ নাগরিকরা।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

আরো পড়ুন :- পাকিস্তানে হামলা চালাল আফগান তালিবান, নিহত ৬, আহত ১৭

আরো পড়ুন :- ডিসেম্বর ছেড়ে এ বার জানুয়ারির-হুমকি শুভেন্দুর !

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন