Bangla News Dunia, Pallab : ১৪৪ বছর পর মহাকুম্ভ (Mahakumbh 2025) যোগে মোক্ষলাভের আশায় প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে ডুব দিয়েছে অসংখ্য পুণ্যার্থী। বিদেশ থেকে অসংখ্য লোক সমাগম দেখা গিয়েছে। তবে এবার এই কুম্ভমেলা শুধু প্রয়াগ রাজ্যেই হবে, তা নয়, এবার কুম্ভমেলা হবে বাংলাতেও। চতুর্থবারের জন্য হুগলির ত্রিবেণীতে আয়োজিত হতে চলেছে কুম্ভমেলা। বহু আলোচনা এবং অনুমতি নিয়ে টানাপোড়েনের পরে অবশেষে হুগলির ত্রিবেণীর সপ্তর্ষি ঘাটে ভূমিপুজো পর্ব অনুষ্ঠিত হল। প্রায় ১০০ জন সাধুর উপস্থিতিতে হল মঙ্গল অনুষ্ঠান।
আরো পড়ুন : বিরাট ক্ষমতা পাচ্ছে LIC, নিয়মে বড়সড় বদল আনছে কেন্দ্র সরকার
বাংলাতে ছোট্ট প্রয়াগ !
লোকমুখে শোনা যায়, স্বয়ং মহাপ্রভু শ্রীচৈতন্যদেব ত্রিবেণীর ঘাটে পা রেখেছিলেন। শুধু তাই নয় ত্রিবেণীতে কালীতলা নামক স্থানে দেবী মা কালীর একটি প্রাচীন মন্দির রয়েছে। শোনা যায় খুবই জাগ্রত সেই মন্দির। তাই বহু ভক্তের আগমন লেগেই থাকে এই মন্দিরে। তবে এই ঘাট কুম্ভস্নানের জন্য বেশ বিখ্যাত। সাতশো বছরেরও বেশি সময় আগে হুগলির ত্রিবেণীতে এই কুম্ভস্নান উপলক্ষ্যে বিশাল মানুষের সমাগম হত। কারণ একসময় হুগলির সপ্তগ্রাম ছিল ভারতের একটি অন্যতম বাণিজ্যকেন্দ্র। অর্থনৈতিক দিক থেকে এই জায়গা বিশেষ গুরুত্ব ছিল। আর সেই জায়গারই অংশ হল ত্রিবেণী।
কবে থেকে শুরু হবে কুম্ভমেলা ?
প্রয়াগরাজের মত এখানেও ভিন রাজ্য থেকেও আসতেন সাধুসন্তরা। কিন্তু মাঝে সেই সব কিছু বন্ধ হয়ে গিয়েছিল। পরে গত কয়েক বছর ধরে সেই ঐতিহ্য পুনরুদ্ধারে এগিয়ে এসেছে বিভিন্ন ধর্মীয় সংগঠন। জানা গিয়েছে এবার বাংলায় এই ত্রিবেণী ঘাটে আগামী ১১, ১২ এবং ১৩ ফেব্রুয়ারি কুম্ভমেলার আয়োজন করা হয়েছে। ১২ তারিখ মাঘ পূর্ণিমাতে রয়েছে মহাস্নানের আয়োজন। আর এই মহাআসরে যে আগের মত বহু ভক্তের সমাগম হবে এমনই আশা করছেন আয়োজকরা। নানা প্রশাসনিক ব্যবস্থাও রাখা হচ্ছে। বহু সাধুসন্ত ও সাধারণ পুণ্যার্থী এখানে আসতে পারেন বলে জানা গিয়েছে উদ্যোক্তাদের তরফে।
আরও পড়ুন : লক্ষ্মীর ভান্ডারকে টেক্কা! নতুন বাজেটে মহিলাদের জন্য নতুন প্রকল্প। কী কী সুবিধে মিলবে?
প্রসঙ্গত, ২০২২ সাল থেকে মাঘ পূর্ণিমা উপলক্ষে ফের এই মেলা শুরু হয়েছিল। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন কী বাতেও এই মেলার প্রশংসা করেছিলেন। গত ২ বছর ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্ত সেখানে ভিড় জমান। আশা করা যাচ্ছে মাঘ পূর্ণিমায় এবারেও অসংখ্য পুণ্যার্থী দেখা যাবে। তৈরি হবে বাংলার বুকে ছোট্ট এক প্রয়াগরাজ। আর সেই দৃশ্য দেখার অপেক্ষায় রয়েছে গোটা বাংলা।
এদিকে আজ অর্থাৎ বুধবার পুণ্য স্নানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ বৈদিক আচার মেনে মন্ত্রপাঠ সেরে গঙ্গা, যমুনা ও সরস্বতীর মিলনস্থলে পুণ্যস্নান করেন তিনি। এবং স্নানের পরে গঙ্গা পূজা ও আরতিও করেন তিনি। সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর সঙ্গে নৌকাবিহারও করেন প্রধানমন্ত্রী। কুম্ভমেলার সমস্ত ব্যবস্থাপনা খুঁটিয়ে দেখেন। তারপরই পবিত্র গঙ্গায় ডুব দিয়ে স্নান সারেন মোদি।
আরো পড়ুন : জানুন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাওয়া প্রথম ভারতীয়র সম্পর্কে !