Bangla News Dunia , Pallab : INDIA জোট তিনিই তৈরি করেছিলেন। প্রয়োজনে বাংলায় বসেই তা চালনাও করতে পারেন। সাক্ষাৎকার দিতে গিয়ে এমনটাই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, সাম্প্রতিক অতীতে মোদির বিরুদ্ধে মমতাকেই প্রধান বিরোধী নেত্রী হিসাবে তুলে ধরার প্রয়োজনীয়তা ক্রমেই উজ্জ্বল হয়েছে। এদিন ফের সেই প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন তিনি।
আরো পড়ুন:- চাপে পড়ে নতিস্বীকার, সব ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক ইউনূসের, জানতে পড়ুন বিস্তারিত
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোট সম্পর্কে বলতে গিয়ে জানান, ”আমি তো ইন্ডিয়া অ্যালায়েন্স তৈরি করে দিয়েছিলাম।” কিন্তু সেই জোট সেভাবে একজোট হতে পারছে না কেন এই প্রসঙ্গে তিনি বলেন, ”রাখতে পারছে না তো আমি কী করব? আই অ্যাম নট লিডিং দ্যাট ফ্রন্ট। যারা লিডার, তাদের এটা দেখা উচিত। তবে আমার সঙ্গে সমস্ত আঞ্চলিক ও জাতীয় দলের যোগাযোগ রয়েছে। আই মেনটেন দ্য বেস্ট রিলেশন।”
সেক্ষেত্রে এই জোটের নেতৃত্বে কি তাঁকে দেখা যেতে পারে না? এমন প্রশ্নের জবাবে মমতাকে বলতে শোনা যায়, ”যারে দেখতে নারি তার চলন ব্যাঁকা। #Short News