Bangla News Dunia , Rajib : দেখতে দেখতে নভেম্বরের প্রথম সপ্তাহ পেড়িয়ে দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করলেও কোথাও কোনো শীতের দেখা নেই রাজ্যে। সকাল ও সন্ধ্যার পর থেকে খানিক ঠান্ডার আমেজ থাকলেও পাকাপাকিভাবে কবে থেকে শীত পড়তে পারে সে ব্যাপারে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানাতে পারছে না আবহাওয়াবিদরা। তবে ফের একবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা নিয়ে আশঙ্কা বাড়ছে। আর এই আবহেই বঙ্গোপসাগরে তৈরি হল ফের আরও একটি ঘূর্ণাবর্ত।
নয়া ঘূর্ণাবর্তের তাণ্ডব
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে বর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তটি দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে অবস্থান করছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩.১ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে এটি। আশঙ্কা করা যাচ্ছে ক্রমশ এই ঘূর্ণাবর্তটি দক্ষিণ বঙ্গোপসাগরের পশ্চিম দিকে এগোবে। এরপর পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোসাগরে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। যার অভিমুখ হবে শ্রীলঙ্কা এবং অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু উপকূলে। আর এই গোটা সিস্টেমের ফলে সমুদ্র উত্তাল হয়ে পড়বে। প্রতি ঘণ্টায় ৩৫ থেকে ৫৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। তাইতো দক্ষিণ বঙ্গোপসাগর এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। আর এই ঘূর্ণাবর্ত এর সৃষ্টির আবহে প্রশ্ন উঠছে দক্ষিণবঙ্গে কতটা প্রভাব ফেলবে এই নিম্নচাপ।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
হাওয়া অফিস জানিয়েছে এই ঘূর্ণাবর্তের কোনো প্রভাবই পড়বে না দক্ষিণবঙ্গে। বরং শুষ্ক আবহাওয়া বজায় থাকবে আজ থেকে শনিবার পর্যন্ত। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার আবহাওয়া শুষ্ক থাকবে বলেই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ খানিক বেশি থাকায় ভোরের দিকে এবং সকালের দিকে কুয়াশার সৃষ্টি হবে। তবে এইমুহুর্তে দক্ষিণবঙ্গে তাপমাত্রায় বড় ধরনের কোনও পরিবর্তনের সম্ভাবনাও নেই বলেই জানা গিয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
অন্যদিকে দক্ষিণবঙ্গের মতই একই আবহাওয়া বিরাজ করবে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে। আবার সেখানে বৃষ্টি নাও হতে পারে। তবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। সেখানে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।