Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কৃত্রিম বুদ্ধিমত্তার আগমনে প্রযুক্তির দুনিয়ায় অভাবনীয় বদল এসেছে। যে কাজ বছর কয়েক আগেও করা কষ্টসাধ্য ছিল, তা অতি সহজেই হয়ে যাচ্ছে। সম্প্রতি গবেষকরা একটি এআই সিস্টেম তৈরি করছেন, যার মাধ্যমে মানুষের সঙ্গে প্রাণীজগতের কমিউনিকেশনের সমস্যা মিটে যাবে বলে দাবি করা হচ্ছে। ‘দ্য আর্থ স্পিসিজ় প্রোজেক্ট’ নামের একটি নন প্রফিট অর্গানাইজ়েশন সম্প্রতি প্রকাশ্যে এনেছে এই এআই সিস্টেম। যার নাম ‘নেচারএলএম’ (NatureLM)। এই এআই মডেল এমন ভাবে তৈরি করা হয়েছে, যা প্রাণী জগতের কমিউনেশন ডিকোড করার ক্ষমতা রাখে। এর মাধ্যমেই মানুষের সঙ্গে প্রাণীজগতের ভাব বিনিময় সম্ভব হবে বলে জানিয়েছে ওই সংস্থা।
নেচারএলএম ইতিমধ্যেই প্রাণীজগতের কিছু প্রজাতির ‘কথা’ শনাক্ত করতে সমর্থ হয়েছে। অর্থাৎ কোনও প্রাণী যে আওয়াজ করছে, তার মাধ্যমে সে বিরক্তি প্রকাশ করছে, না আনন্দ প্রকাশ করছে, তা ধরতে পারছে ওই এআই মডেল। এই এআই মডেলকে বিভিন্ন ইনপুট দিয়েই প্রশিক্ষিত করা হচ্ছে। বিভিন্ন প্রাণীর ডাক, প্রাণীদের বিভিন্ন আওয়াজের পার্থক্যের পাশাপাশি মানুষের ভাষাও শেখানো হচ্ছে। প্রাণীর ডাকের পাশাপাশি প্রকৃতিতে হওয়া বিভিন্ন শব্দের সঙ্গেও পরিচিত করা হচ্ছে নেচারএলএম-কে। বিভিন্ন প্রাণীর আওয়াজ শনাক্ত করে সেই ভাব সম্পর্কে মানুষকে অবহিত করাই এই কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলের লক্ষ্য।
আরও পড়ুন:– জলে ন্যাপথালিন! আশঙ্কা বাড়তে পারে বন্ধ্যত্ব, অ্যাজ়মা–ক্যান্সারও, জানুন বিস্তারিত
ইতিমধ্যেই এই এআই মডেল বিভিন্ন পাখির ডাক চিনতে শিখেছে বলে দাবি গবেষকদের। এমনকি ওই সব পাখির ডাকের মধ্যে পার্থক্য করছে পারছে। পাখির ডাকের মোবাইল রিংটোন এবং সত্যিকারের পাখির ডাকের ফারাকও বুঝতে সমর্থ হয়েছে নেচারএলএম। তবে এখনও এই মডেল গবেষণাস্তরেই হচ্ছে। এবং একে প্রশিক্ষণের কাজ খুব সহজেই হয়ে যাচ্ছে, এমন নয়। গবেষকরা জানাচ্ছেন, এআই মডেলকে প্রশিক্ষণ দিতে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে গবেষকদের।
কী সমস্যা তাও জানিয়েছেন গবেষকরা। তাঁরা জানাচ্ছেন, মানুষের ভাষা যখন এআই-কে শেখানো তুলনায় সহজ। কারণ এই পদ্ধতিতে সোর্স এবং টার্গেট ল্যাঙ্গুয়েজ বোঝা যায়। কিন্তু প্রাণী জগতের সমস্ত ভাষা বা আদবকায়দা মানুষেরও অজানা। সে বিষয়ে আংশিক যে সমস্ত তথ্য পাওয়া যাচ্ছে, তা দিয়েই চলছে প্রশিক্ষণ।
আরও পড়ুন:– নতুন বছরে পোস্ট অফিস চালু করল নতুন নিয়ম। এই কাজ না করলে লেনদেন বন্ধ। বিপদে পড়ার আগে জেনে নিন
আরও পড়ুন:– অবিবাহিত যুগলদের জন্য বন্ধ হলো OYO রুম, নতুন নিয়ম জানেন তো?
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025