Bangla News Dunia, সমরেশ দাস :- সেই চিনথেকে পৃথিবীর প্রায় এক তৃতীয়ংশ দেশে ছড়িয়ে পড়ার পর ভারতবর্ষকেও ছাড়েনি, যার জন্য স্কুল, কলেজ, ব্যবসা প্রতিষ্ঠান প্রায় সব বন্ধ হতে বসেছে একে একে। সব বন্ধ হলেও মানুষ পেটকে কি করে সান্তনা দেবে ? তাকে তো খাবার দিতে হবে । কিন্তু সেখানেও বাঁধ সাধলো Korona Virus. বেশ কিছু মানুষ ও সোশ্যাল মিডিয়াতে প্রচার হয় মুরগিতে করোনা ভাইরাস পাওয়া গেছে । ব্যাস সব প্রায় শেষ হতে চললো , যে মুরগি আজ থেকে ২ সপ্তাহ আগে গোটা দাম ছিল ১১০ টাকা আর কাটা ছিল ১৭০ থেকে ২০০, সেটা এসে পৌঁছেছে ৫০ টাকা গোটা এন্ড কাটা ১০০ টাকা। মুরগি ব্যাবসায়ীদের মাথায় হাত । তারা কিছুতেই বুঝতে পারছে না এই অবস্থা কি করে সামলাবেন , দেশের প্রায় সব শহরেই দাম এতটাই কমে গেছে যে অনেকেই মুরগি বিক্রি করা বন্ধ করে দিয়েছে ।
[ আরো পড়ুন :- এবার পাক সেনাবাহিনীতেও করোনার থাবা , বিপাকে পাকিস্তান ]
মালিকেরা এতোটাই ক্ষতির মুখে পড়েছেন যে তারা বিক্রি না করে মুরগি কে কবর দেয়া বেশি ভালো মনে করেছেন । হাঁ এটা সত্যি ঘটনা ,এটা ঘটেছে কর্ণাটক – এর বেলাগাভী ও কোলার জেলায় । সেখানে ৯৫০০ মুরগীকে পোল্ট্রি মালিকেরা জ্যান্ত কবর দিয়েছে ।
এটা জানা গেছে যে তারা পুরো টাই দায়ী করেছেন সোশ্যাল মিডিয়াকে । এক পক্ষ মানুষ এতো টাই গুজব ছড়াচ্ছেন যে যার জন্য পোল্ট্রি ইন্ডাস্ট্রিকে প্রচুর ক্ষতির মুখ দেখতে হচ্ছে ।