প্রাথমিকে দুর্নীতিতে ইডির কেসে চার্জ গঠন সোমবার?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

heighcourt

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে ইডির দায়ের করা মামলায় সোমবার চার্জ গঠন হতে পারে। শুক্রবার কলকাতায় বিচার ভবনে ইডির বিশেষ আদালতের বিচারক শুভেন্দু সাহা জানিয়েছেন, যদি ইডির মামলায় অভিযুক্ত ৫৪ জনই সোমবার আদালতে উপস্থিত থাকেন, তা হলে ওই দিনই চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হবে। দিন দুয়েক আগে এই মামলার শুনানিতে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্যের আইনজীবীর উদ্দেশে আদালত বলেছিল, তাঁর মক্কেল যেন এ দিন সশরীরে উপস্থিত থাকেন।

কারণ, ভার্চুয়াল হাজিরা দিলে এক্ষেত্রে চলবে না। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থর জামাই কল্যাণময় এ দিন হাজিরা দিতে পারেননি। তাঁর আইনজীবী সন্দীপ চৌধুরী আদালতে জানান, তিনি যেহেতু বিদেশে থাকেন, তাই এ দিন হাজির হতে পারেননি। ১৬ ডিসেম্বর তাঁর উদ্দেশে সমন পাঠান হয়। ১৭ ডিসেম্বর তিনি সমন হাতে পেয়েছেন। তিনি আমেরিকায় থাকেন। ১৯ ডিসেম্বর তিনি রওনা দিয়েছেন।

আরো পড়ুন:– হাওড়া শাখায় ১ মাসের বেশি বাতিল বহু লোকাল, ভোগান্তি এড়াতে দেখে নিন তালিকা

শনিবার, ২১ ডিসেম্বর রাতে তিনি কলকাতায় ফিরবেন। সোমবার তিনি আদালতের কাছে হাজিরা দেবেন। এরপরই বিচারক জানান, সোমবার অভিযুক্তরা সবাই আদালতে হাজির থাকলে চার্জ গঠন ওই দিনই হবে।

এ দিনের শুনানির শেষ দিকে ইডির মামলায় অভিযুক্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্য আদালতের উষ্মার মুখে পড়েন। এই মামলায় ইতিমধ্যে জামিনে মুক্তি পেয়েছেন মানিক। এ দিন বিচারকের কাছে নিজেই সওয়াল করেন তিনি। আদালতে মানিক জানান, তাঁর স্ত্রীর হয়ে ডিসচার্জ ফাইল জমা করার জন্য আবেদন জানাতে চান তিনি। এ নিয়ে তিনি ব্যাখ্যা দিতে শুরু করেন। তখন বিচারক মানিককে বলেন, ‘আইনের ধারা অনুসারে আপনি আবেদন করতেই পারেন। কিন্তু কোনও বিশেষ সুবিধা বা অগ্রাধিকার পাবেন, এমন কোনও প্রত্যাশা কোর্টের থেকে রাখবেন না। আইনের চোখে সবাই সমান।’

জামিনে মুক্ত এই মামলায় আর এক অভিযুক্ত অর্পিতা মুখোপাধ্যায় শারীরিক অসুস্থতার জন্য এ দিন হাজিরা দিতে পারেননি। তাঁর আইনজীবী জানান, অর্পিতা অসুস্থ, ফলে তিনি বাড়িতে রয়েছেন। এর আগে সপ্তাহ খানেক তিনি বেসরকারি হাসপাতালেও ভর্তি ছিলেন। অভিযুক্ত কুন্তল ঘোষও হাজিরা দেননি আদালতে। তবে প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে ভার্চুয়ালি শুনানিতে উপস্থিত ছিলেন পার্থ চট্টোপাধ্যায় ও শান্তনু বন্দোপাধ্যায়। এ ছাড়া জেল থেকে সশরীরে আনা হয়েছিল অয়ন শীল, সন্তু গঙ্গোপাধ্যায়কে।

জামিনে মুক্ত তাপস মণ্ডল–সহ কয়েকজনও আদালতে উপস্থিত ছিলেন। আদালত সূত্রে খবর, কল্যাণময়ের মতো ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্র, উদয় মোদীও এ দিন আদালতে হাজির ছিলেন না। সুজয় ইতিমধ্যে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছেন নিয়োগ দুর্নীতি মামলায়। উদয় মোদী অসুস্থতার জন্য হাজিরা দিতে পারেননি। সুপ্রিম কোর্ট এর আগেই জানিয়ে দিয়েছে, ৩১ ডিসেম্বরের মধ্যে এই মামলার চার্জ গঠন করতে হবে। তাই এই প্রেক্ষাপটে দ্রুত সব অভিযুক্তের হাজিরা নিশ্চিত করে চার্জ গঠন প্রক্রিয়া সারতে চায় বিশেষ ইডি আদালত।

আরো পড়ুন:– Instagram ও Threads-এ বড় বদল আনল মেটা, কী সুবিধা হবে এ বার? জেনে নিন

আরো পড়ুন:- হেয়ার অয়েল নাকি ভোজ্য তেল? নারকেল তেল নিয়ে বড় রায় সুপ্রিম কোর্টের

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন