Bangla News Dunia, বাপ্পাদিত্য:- প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির ইডির মামলায় চার্জ গঠনের প্রক্রিয়া প্রায় শেষের পর্যায়ে ৷ সিবিআই বিশেষ আদালতে মঙ্গলবার বিচারক শুভেন্দু সাহার এজলাসে অর্পিতা মুখোপাধ্যায়, কুন্তল ঘোষ-সহ মোট 47 জনের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে ইডি’র মামলায় চার্জ গঠিত হয়েছে ৷
গতকাল, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, কালীঘাটের কাকু নামে পরিচিত সুজয়কৃষ্ণ ভদ্র-সহ ছ’জনের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছিল ৷ এখনও পর্যন্ত মোট 53 জনের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে ৷ বাকি একজনের বিরুদ্ধে আগামিকাল, 8 জানুয়ারি চার্জ গঠিত হবে ৷ চার্জ গঠন হয়েছে লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানির বিরুদ্ধেও ৷
এদিন বিচারক শুভেন্দু সাহা বলেন, “প্রাথমিক স্কুলে নিয়োগের দুর্নীতিতে পার্থ-মানিক-সুজয়-অয়নদের বিভিন্ন ভূমিকা রয়েছে ৷ বাকিরা যুক্ত তাদের সঙ্গে ৷ অপরাধ করে টাকা বা সম্পত্তি উপার্জন করেছেন ৷ সেই উপার্জন বেআইনিভাবে লেনদেনে ব্যবহার করেছেন এবং তা গোপনে রেখেছেন ৷ এবং সেই উপার্জন অপরাধের সঙ্গে যুক্ত নয়, এমন দেখানাের চেষ্টা করেছেন ৷”
এদিন পার্থ ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায় বিচারককে বলেন, “তিনি কিছু জানতেন না ৷ তিনি কোনও সরকারি পদে ছিলেন না ৷ কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না ৷ তিনি জানেন না কোথায় থেকে কী পাওয়া গিয়েছে । তিনি কোনও অনৈতিক কাজের সঙ্গে যুক্ত নন ৷ তিনি কোনও কোম্পানির সঙ্গে যুক্ত নন ৷”
অভিযুক্ত প্রাক্তন তৃণমূল কংগ্রেসের যুবনেতা কুন্তল বিচারককে বলেন, “বিজেপি সরকারের বঞ্চনা নিয়ে মুখ খুলেছি বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে রাজনৈতিক প্রতিহিংসার জন্য এই কাজ করছে।” এর পাল্টা বিচারক কুন্তলকে বলেন, “এই সব কথা ধর্মতলায় গিয়ে বলবেন ৷”
পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্যকে এদিন বিচারক বলেন, “পার্থ চট্টোপাধ্যায়ের জামাই হিসাবে দুর্নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ৷ দুর্নীতির টাকা ব্যবহার করেছে ৷ সেই টাকা দুর্নীতি থেকে পাওয়া নয়, এমন দেখানোর চেষ্টা করা হয়েছে ৷ পার্থ চট্টোপাধ্যায়ের থেকে 15 কোটি টাকা নিয়ে, সেই টাকা দিয়ে জমি কিনে স্কুল করেছে ৷ অপরাধ করে টাকা বা সম্পত্তি উপার্জন করেছে ৷ সেই উপার্জন বেআইনিভাবে লেনদেনে ব্যবহার এবং গোপন রাখা হয় ৷ এবং সেই উপার্জন অপরাধের সঙ্গে যুক্ত নয়, এমনটা দেখানোর চেষ্টা করেছে ৷ সেই জন্য তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির একাধিক ধারায় চার্জ গঠিত হয়েছে ৷ একইভাবে মানিক ভট্টাচার্যের ছেলে সৌভিক ভট্টাচার্যের বিরুদ্ধেও দু’টি কোম্পানি তৈরি করে টাকা লেনদেনের অভিযোগে করা হয়েছে ৷”
আদালত সূত্রে জানা গিয়েছে, আগামিকাল চার্জ গঠনের প্রক্রিয়া শেষ হবে ৷ এদিন বিচারক জানিয়েছেন, প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় তিনজন সাক্ষীকে ইন-ক্যামেরা জিজ্ঞাসাবাদ করা হবে ৷ শুনানির দিন ধার্য করা হয়েছে 14, 20 এবং 27 জানুয়ারি ৷
আরও পড়ুন:– মোবাইলে ভুয়ো ফোন বা মেসেজ এলে কী করা উচিত? জেনে নিন
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025