প্রিপেইড ফোনের ক্ষেত্রে তার মেয়াদ বাড়াতে বললো ট্রাই সমস্ত অপারেটরকে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, সমরেশ দাস : – যখন সারা ভারত কোরনা ভাইরাস মোকাবিলার জন্য ২১ দিনের লক ডাউন এর পথে হাটছে সেখানে ফাঁপড়ে পড়েছেন বহু গ্রাহক । অনেকেরই প্রিপেইড মোবাইল এ রিচার্জ বলতে এখনো পাড়ার দোকান বা বিভিন্ন টেলিফোন সংস্থা এর সার্ভিস পয়েন্ট । সুতরাং অনেকেরই ইনকামিং ও আউটগোয়িং সেবা বন্ধ হয়েগেছে , বিশেষ করে যারা একটু বয়স্ক ও সন্তান থাকে বিদেশে বা ভিনরাজ্যে তারা সত্যি খুব অসুবিধাতে পড়েছেন ।

ট্রাই এর মতে সকলে অনলাইন এ মোবাইল এ টাকা ভরাতে পারেন না । লকডাউন এ অনেক দোকান যেহেতু বন্ধ তাই রিচার্জ করানো সমস্যা ।

[ আরো পড়ুন :- কোরনা থেকে বাঁচতে ২০ জন হারেম সুন্দরী কে নিয়ে আয়েসোলেশন এ থাইল্যান্ড এর রাজা ]

এই সমস্ত দেখে ট্রাই (টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া ) সমস্ত অপারেটর গুলো কে নির্দেশ দেন যে লক ডাউন এর সমসীমা পর্যন্ত যেন সবাই মেয়াদ বাড়ায় । এই ডাকে এর মধ্যে সারা দিয়ে BSNL , MTNL ও Airtel এগিয়ে এসেছে ও সময় সীমা বাড়ানো হয়েছে বলে তারা জানান ।

BSNL আরো একটি ভালো পদক্ষেপ নিয়েছে বলে জানা যায়, তারা বলেছেন যে আমরা ২০ এপ্রিল পর্যন্ত সময় সীমা বাড়িয়ে দিয়েছি , যাদের ব্যালান্স থাকবে তারা আউটগোয়িং কল ও করতে পারবেন আর যাদের ব্যালান্স শেষ হবে তাদের জন্য আগাম ১০ টাকা দেওয়া হবে । এই টাকা গ্রাহকরা যখন পরবর্তী রিচার্জ করবেন তখন কেটে নেয়া হবে বলে তারা জানিয়েছেন ।

[ আরো পড়ুন :- মদ কিনতে হলে দেখাতে হবে ডাক্তারের প্রেসক্রিপশন , এমনটাই বলছেন কেরল সরকার ]

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন