Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভ্যালেনটাইনস ডে-র আগে চাহিদা তুঙ্গে থাকে লাল গোলাপের। তবে এ বার দাম শুনেই ফুলের দোকানের সামনে দাঁড়িয়ে মনে মনে প্রশ্ন আসবেই, ‘এত্ত দাম, কী করব!’ লাল গোলাপ দিয়ে প্রেম নিবেদন করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে চড়া দাম।কারণ ছত্রাকের আক্রমণের কারণে শুকিয়ে যাচ্ছে গোলাপ।তাই চাহিদা মতো গোলাপ ফুলের জোগান দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে দাম বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
ভ্যালেন্টাইন ডে-র এক সপ্তাহ আগে, খোলা বাজারে প্রতি পিস গোলাপ বিক্রি হচ্ছে ১০ থেকে ১৫ টাকা হিসেবে। ফুল ব্যবসায়ীরাই জানাচ্ছেন, তাঁদের ধারণা ভ্যালেন্টাইন ডে-র দিনে এই দাম ৫০ থেকে ৭০ টাকা ছুঁতে পারে।
পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল, দাসপুর, চন্দ্রকোণা, ডেবরা এবং খড়গপুর-১ ব্লকে পাশাপাশি ফুল চাষ হয় পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া, কোলাঘাট-সহ আরও কয়েকটি এলাকায়। ফুলচাষি এবং জেলার উদ্যানপালন দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, এই অঞ্চলে মূলত মিনি পোল জাতের গোলাপ চাষ করা হয়। এই জাতের ফুল ভালো থাকে ৩-৪ দিন। এই ফুলই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়।প্রেমের মরশুমে, বিশেষ করে ভ্যালেন্টাইনস ডে-র আগে সব থেকে বেশি চাহিদা লাল গোলাপের। কিন্তু এ বার চাহিদা অনুযায়ী সেই গোলাপের জোগান দেওয়া যাবে কি না তা নিয়ে দুশ্চিন্তায় ফুলচাষিরা।
প্রেমের মরশুমে, বিশেষ করে ভ্যালেন্টাইনস ডে-র আগে সব থেকে বেশি চাহিদা লাল গোলাপের। কিন্তু এ বার চাহিদা অনুযায়ী সেই গোলাপের জোগান দেওয়া যাবে কি না তা নিয়ে দুশ্চিন্তায় ফুলচাষিরা।
সারা বাংলা ফুলচাষি ও ফুল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণচন্দ্র নায়েক বলেন, ‘গোলাপ-সহ বিভিন্ন গাছে ছত্রাকের উপদ্রব দেখা দিয়েছে। এই সঙ্গে পোকাও আসতে শুরু করেছে। ফলে ফুল চাষে কিছুটা সমস্যা হচ্ছে। গাছের পাতা এবং ফুলও কুঁকড়ে যাচ্ছে। ভ্যালেন্টাইনসের দিনে গোলাপের চাহিদা বেশি থাকে। সেই কথা মাথায় রেখেই ফুলচাষিরা এখন বাগান থেকে গোলাপ ফুল তুলে হিমঘরে মজুত করতে শুরু করেছেন। ’
উদ্যানপালন দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, এই ছত্রাকের হাত থেকে রেহাই পাওয়ার জন্য ফাঁকা জায়গায় না করে, পলি হাউসে চাষ করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে ফুলচাষিদের। পশ্চিম মেদিনীপুর জেলার উদ্যানপালন দপ্তরের আধিকারিক তামসি কোলে বলেন, ‘আমাদের জেলায় ৪৫০ হেক্টর জমিতে গোলাপ চাষ হয়েছে। ছত্রাকের আক্রমণের কারণে গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে।’ পূর্ব মেদিনীপুরে ১০৯০ হেক্টর জমিতে গোলাপ চাষ হয়েছে বলে জানিয়েছেন উদ্যানপালন দপ্তরের আধিকারিক অতনু গুপ্ত।
আরও পড়ুন:- ADHD রোগে কমতে পারে আয়ুও, বলছে গবেষণা, জানুন বিস্তারিত
আরও পড়ুন:- BHEL সংস্থায় নতুন করে প্রচুর কর্মী নিয়োগ চলছে! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখেনিন