Bangla News Dunia, দীনেশ :- মহারাষ্ট্রের মহাযুদ্ধে বাজিমাত করল মহায্যুতি। কিন্তু এই সাফল্যের প্রকৃত বাজিগর কে, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে মহায্যুতির অন্দরে। মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়েও ক্রমশ চড়ছে পারদ। সিংহভাগ রাজনৈতিক বিশ্লেষকের দাবি, বিজেপি তথা মহায্যুতির এবারের বিপুল সাফল্যের কৃতিত্ব বিদায়ি উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের। তাই মহায্যুতির বড় শরিক হিসেবে পরবর্তী মুখ্যমন্ত্রীর স্বাভাবিক দাবিদার তিনিই। কিন্তু বিশ্লেষকদের অপর একটি অংশ মনে করছে, বিজেপি যে দাবিই করুক, নির্বাচনি সাফল্যের অন্যতম প্রধান কারণ হল মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বাধীন মহায্যুতি সরকারের উন্নয়ন ও কল্যাণমুখী প্রকল্প। বিজেপির কট্টর হিন্দুত্ববাদী প্রচারের পাশাপাশি বিকাশের রাজনীতিকে সামনে রেখে ভোটযুদ্ধে নেমেছিল শিবসেনা। তাই মুখ্যমন্ত্রী পদে একনাথ শিন্ডেকে রেখে দেওয়ার পক্ষপাতী শিবসেনা।
আরো পড়ুন :- বিশ্ব বাণিজ্যে চিনকে টক্কর দিতে প্রস্তুত ভারত !
যদিও লোকসভা ভোটের বিপর্যয় কাটিয়ে উঠে মাত্র ৫ মাসের ব্যবধানে মহারাষ্ট্রে বিজেপির ফিনিক্স পাখির মতো উত্থান ঘটায় মুখ্যমন্ত্রীর কুর্সি নিয়ে খুব একটা দর কষাকষির জায়গায় নেই একনাথ শিন্ডে। সেক্ষেত্রে পদ্মশিবিরের সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য তিনি। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, মহারাষ্ট্রের ২৮৮টি আসনের মধ্যে ২২৮টি আসন জিতে অনায়াসে পরবর্তী সরকার গড়তে চলেছে মহায্যুতি। তিন জোট শরিকের মধ্যে বিজেপি একাই জিতেছে ১৩২টি আসন। এবার ১৪৯টি আসনে প্রার্থী দিয়েছিল তারা। তাদের স্ট্রাইক রেট প্রায় ৯০ শতাংশ। শিন্ডের শিবসেনা পেয়েছে ৫৫টি আসন। তাদের স্ট্রাইক রেট ৬৯ শতাংশ। অজিত পাওয়ারের এনসিপি পেয়েছে ৪১টি আসন। মহারাষ্ট্রে সরকার গঠনের জন্য প্রয়োজন ১৪৫টি আসনের। ২৬ নভেম্বর মহারাষ্ট্রের বিদায়ি বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। তার আগেই সরকার গঠন করতে হবে মহায্যুতিকে। বিপুল জয়ের পর থেকে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, দীর্ঘ পাঁচবছর পর ফড়নবিশই কি মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন? যদিও তিনি এই প্রশ্নের সরাসরি কোনও উত্তর দেননি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী মুখ নিয়ে কোনও বিতর্ক নেই। প্রথম দিন থেকেই এটা ঠিক হয়ে রয়েছে যে ফল ঘোষণার পর তিন দলের নেতৃত্ব একসঙ্গে বসে সবার কাছে গ্রহণযোগ্য হবেন এমন কাউকে মুখ্যমন্ত্রী করা হবে।’
আরো পড়ুন :- হিরোশিমা-নাগাসাকির মতো প্রলয় দেখবে গোটা বিশ্ব ! কিন্তু কেন ?
আরো পড়ুন :- অবশেষে ২০২৫ সালে জনগণনা ! কতটা রাজনৈতিক সুবিধা পাবে বিজেপি ?
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে নিশানা করে তিনি বলেন, ‘মহারাষ্ট্রের মানুষ দেখিয়ে দিয়েছেন, এক হ্যায় তো সেফ হ্যায়। সমস্ত বর্ণ, জাতের মানুষ এক হয়ে আমাদের ভোট দিয়েছেন। মোদি হ্যায় তো মুমকিন হ্যায়।’ নাগপুর দক্ষিণ-পশ্চিম আসনে এবার ৩৪ হাজারেরও কিছু বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন ফড়নবিশ। ২০০৯ থেকে একটানা এই আসনে জিতে আসছেন তিনি। মহারাষ্ট্রে গত লোকসভা ভোটে বিজেপির খারাপ ফলের পর জুন মাসে পদত্যাগ করতে চেয়েছিলেন উপমুখ্যমন্ত্রী। অথচ বিধানসভা ভোটে প্রচারকৌশল নির্ধারণের পাশাপাশি বিক্ষুব্ধদের সামাল দেওয়া, আসনবণ্টন নিয়ে শরিকদের তুষ্ট করার পাশাপাশি বিজেপির জয় সুনিশ্চিত করা সবেতেই সফল আরএসএসের আশীর্বাদধন্য দেবেন্দ্র। মহারাষ্ট্র বিজেপির সর্বজনগ্রাহ্য নেতা হওয়ার পাশাপাশি হিন্দুত্বের মুখ হিসেবেও এবার নিজেকে তুলে ধরতে সমর্থ হয়েছেন তিনি। যোগীর বাটেঙ্গে তো কাটেঙ্গে মন্তব্যকে সামনে রেখে বেশ কিছু এলাকায় তীব্র সুরে প্রচার চালিয়েছিলেন ফড়নবিশ।
ফড়নবিশকে নিয়ে পারদ চড়লেও আশা ছাড়তে নারাজ শিন্ডে শিবির। কোপরি-পাঁচপাখাড়ি আসন থেকে এবার ১ লক্ষ ২০ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন বিদায়ি মুখ্যমন্ত্রী। ফড়নবিশের মতো তিনিও এই নিয়ে চারবার একটানা জয়ী হলেন। তিনি বলেন, ‘মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন সেটা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। এনডিএ এই সিদ্ধান্ত নেবে। মহায্যুতির এই বিপুল জয়ের জন্য মহারাষ্ট্রের জনতাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তিন দল একসঙ্গে বসে মুখ্যমন্ত্রী কে হবেন সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবে।’ মুখ্যমন্ত্রী এদিন সাফ বলেছেন, ‘উন্নয়ন, কল্যাণমুখী প্রকল্পগুলির জন্যই মানুষ আমাদের দু-হাত তুলে আশীর্বাদ করেছেন।’
এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন
SAIL Recruitment 2024: সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে ৫১ টি শূন্য পদে হবে নিয়োগ!👇🏻https://t.co/E7DZnMLaHl
— Daily Khabor Bangla (@daily_khabor) November 20, 2024
কবে পাবেন আবাস যোজনা টাকা? জেনে নিন দিনক্ষণ!👇🏻https://t.co/XzWAb17x9u
— Daily Khabor Bangla (@daily_khabor) November 20, 2024
আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের
আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর
আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের