ফর্সা হওয়ার ক্রিম মেখেও বদলায়নি গায়ের রং, যুবকের করা মামলায় জরিমানা সংস্থাকে

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বিভ্রান্তিকর বিজ্ঞাপনের জন্য নাম করা প্রসাধন তৈরির এক সংস্থাকে ১৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। দিল্লি কনজ়িউমার কোর্ট এই নির্দেশ দিয়েছে। গায়ের রং বদলে ফেলার ইচ্ছা ছিল যুবকের। সেই ইচ্ছায় ঘৃতাহুতির কাজ করেছিল, টেলিভিশনের পর্দায় বারবার ঘুরে ফিরে আসা একটি বিজ্ঞাপন। নিজেকে ‘ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম’ করে তুলতে সেই ফর্সা হওয়ার ক্রিম মেখেছিলেন। কিন্তু কোনও কাজই হয়নি। গায়ের রঙে এক টোনও বদল আসেনি। তাতেই বেজায় খেপে যান তিনি। এর পর সোজা মামলা ঠুকে দেন ওই সংস্থার নামে।

আরো পড়ুন:- খাচ্ছি খাবার, গিলছি ‘বিষ’! শহরের খাবারের পুর–রিপোর্ট, কি জানা গেলো? 

দ্য সেন্ট্রাল দিল্লি ডিস্ট্রিক্ট কনজ়িউমার ডিসপুট রিঅ্যাড্রেসাল কমিশন এই মামলা শোনে। জানা যায়, ২০১৩ সালে ৭৯ টাকা দিয়ে ফর্সা হওয়ার ক্রিম কিনেছিলেন ওই যুবক। ক্রিমের প্যাকেটে ব্যবহারের যে নিয়ম ছিল, তা অক্ষরে অক্ষরে মেনেই ক্রিম মেখেছিলেন তিনি। তার পরও কোনও কাজ হয়নি।

ওই যুবক জানান, প্রতিদিন দু’বার ফেসওয়াশ ব্যবহারের পর ক্রিম মাখেন। না তো ফর্সা হন, না ত্বকে অন্য কোনও পরিবর্তন আসে। ফলে এই বিজ্ঞাপন একেবারে বিভ্রান্তিমূলক বলেই অভিযোগ করেন তিনি। শুধুমাত্র পণ্য বিক্রির একটি ব্যবসায়ীক পন্থা বলেও দাবি তাঁর।

এর পরই ওই সংস্থার বিরুদ্ধে মামলা করে প্রায় ১৯ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও মামলার খরচ বাবদ ১০ হাজার টাকা দাবি করেন। কমিশন নির্দেশ দিয়েছে, ওই সংস্থাকে এই সংক্রান্ত বিজ্ঞাপন সরাতে হবে। একই সঙ্গে সংস্থাকে ১৫ লক্ষ টাকা জরিমানাও দিতে হবে। যার মধ্যে ১৪.৫ লক্ষ টাকা দিল্লির স্টেট কনজ়িউমার ওয়েলফেয়ার ফান্ড ও বাকি ৫০ হাজার টাকা দিতে হবে অভিযোগকারীকে।

আরো পড়ুন:- মাশরুমের উপকারিতা জুরি মেলা ভার ! কি জানালেন পুষ্টিবিদ?

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন