ফায়ার ডিপার্টমেন্টের ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেই ! বিরাটের পানশালাকে পাঠানো হল নোটিশ

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia, দীনেশ :- বেঙ্গালুরুর ব্রুহাৎ মহানগর পালিকের তরফে ‘ওয়ান৮ কমিউন’ পানশালার বিরুদ্ধে জারি করা হল নোটিস। উল্লেখ্য, এই পানশালাটির মালিকানায় অংশীদারিত্ব রয়েছে ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলির। ফায়ার সেফটির উপযুক্ত নিয়ম লঙ্ঘনের কারণেই এই নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

আরো পড়ুন :- কল্যাণী AIIMS কর্মী নিয়োগ হচ্ছে, মাসিক বেতন ৩০ হাজার টাকা

কস্তুরবা রোডে রত্নমস কমপ্লেক্সের ষষ্ঠ তলায় অবস্থিত এই পানশালাটি অগ্নি নিরাপত্তা ব্যবস্থার বাধ্যতামূলক প্রয়োগ বা ফায়ার ডিপার্টমেন্টের ক্লিয়ারেন্স সার্টিফিকেট না নিয়েই চালানো হচ্ছিল বলে অভিযোগ উঠেছে।

আরো পড়ুন :- মেয়েদের ‘ফুলের মতো’ বললেন খামেনেই ! হিজাব বিতর্কের মাঝে অন্য ছবি ইরানে?

একজন সমাজকর্মীর দায়ের করা অভিযোগের ভিত্তিতেই এই নোটিশটি জারি করেছে শান্তিনগর বিবিএমপি কর্তৃপক্ষ। এর আগে নোটিশ জারি করা হলেও ওই পানশালাটির তরফে কোনও জবাব আসেনি। এইবার সাত দিনের মধ্যে জবাব না দিলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিবিএমপি।

আরো পড়ুন :- মহাকাশে সামরিক ঘাঁটি গড়বে ভারত, শূন্যে টহল দেবে সেনা

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন