Bangla News Dunia, Pallab : টাকা সঞ্চয়ের ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ ও ভালো উপায় হল ফিক্সড ডিপোজিট (Fixed Deposit)। বিশেষ করে প্রবীণদের ক্ষেত্রে একেবারে রিস্ক ফ্রি আর বাকিদের তুলনায় হাই ইন্টারেস্ট স্কিম FD। কারণ প্রবীণদের ক্ষেত্রে চলতি সুদের উপর অতিরিক্ত সুদ প্রদান করে সরকারি থেকে বেসরকারি সমস্ত ব্যাংকগুলি। তবে জানেন কি এখন FD তেই ৮.৭৫% পর্যন্ত সুদ পাওয়া যায়? আপনিও যদি নতুন করে এফডি করার কথা ভেবে থাকেন তাহলে আজকের প্রতিবেদনটি অবশ্যই শেষ অবধি পড়ুন।
Fixed Deposit-এ ৮.৭৫% পর্যন্ত সুদ দিচ্ছে ব্যাঙ্ক
সাধারণত ব্যাঙ্কে এফডির ক্ষেত্রে ৪-৫% সুদ দেওয়া হয়। তবে বিনিয়োগের সময়ের ভিত্তিতে ও বিভিন্ন অফারের ক্ষেত্রে সুদের পরিমাণ পরিবর্তন হয়। ডিসেম্বর মাসেই বেশ কিছু ব্যাঙ্ক তাদের ফিক্সড ডিপোজিটে প্রদত্ত সুদের হার পরিবর্তন করেছে। আজ এমনই কিছু ব্যাঙ্কের সম্পর্কে জেনে নেব যেখানে ৮.৭৫% পর্যন্ত সুদ পাওয়া যাচ্ছে।
আরো পড়ুন:– কলকাতার বসু বিজ্ঞান মন্দিরে অনন্য গবেষণা, বিশ্বকে তাক লাগিয়ে দিলেন বাঙালি বিজ্ঞানীরা
ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র
গত ১১ই ডিসেম্বর থেকে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র নিজের সুদের হারে পরিবর্তন করেছে। ৩ কোটি টাকার কমের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হয়েছে। যেখানে স্থায়ী আমানত বা এফডি এর উপর ৭.৩৫% পর্যন্ত সুদ দেওয়া হচ্ছে। আর প্রবীণদের ক্ষেত্রে ৭.৯%পর্যন্ত সুদ মিলছে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে।
কর্ণাটক ব্যাঙ্ক
রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক কর্ণাটক ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের হার এমাসের শুরুতেই পাল্টে গিয়েছিল। সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে ৩.৫% থেকে শুরু করে ৭.৫% পর্যন্ত সুদ দেওয়া হচ্ছে FD প্রকল্পে। আর সিনিয়ার সিটিজেনদের জন্য ০.৫০% অতিরিক্ত অর্থাৎ ৪% থেকে শুরু করে ৮% পর্যন্ত সুদ দেওয়া হচ্ছে। মূলত ৩৭৫ দিনের এফডি এর ক্ষেত্রেই সর্বোচ্চ সুদ প্রযোজ্য হচ্ছে।
ফেডারেল ব্যাঙ্ক
ডিসেম্বর মাসের জন্য ফেডারেল ব্যাঙ্কের তরফ থেকেও সুদের হারে কিছুটা পরিবর্তন করা হয়েছে। ১৬ই ডিসেম্বর থেকে ৩ কোটি টাকার নিচের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সাধারণ নাগরিকদের নূন্যতম ৩% থেকে শুরু করে সর্বোচ্চ ৭.৪% সুদ দেওয়া হচ্ছে। এদিকে সিনিয়ার সিটিজেনদের ক্ষেত্রে নূন্যতম ৩.৫% থেকে শুরু করে সর্বোচ্চ ৭.৯% সুদ দেওয়া হচ্ছে।
আরবিএল ব্যাঙ্ক
এই ব্যাঙ্কের ক্ষেত্রেও সুদের হার ডিসেম্বর মাসে পাল্টে গিয়েছে। আর পাঁচটা সরকারি ব্যাঙ্কের তুলনায় অনেকটাই বেশি সুদ পাওয়া যাচ্ছে আরবিএল ব্যাঙ্কে। জানা যাচ্ছে এমাসে ফিক্সড ডিপোজিট করলে সাধারণ গ্রাহকেরা ৩.৫% থেকে শুরু করে ৮% ও সিনিয়ার সিটিজেনরা ৪% থেকে ৮.৫০% পর্যন্ত সুদ পাবেন।
ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক
এমনিতেই সরকারি ব্যাঙ্কের তুলনায় বেসরকারি ব্যাঙ্কে সুদের হার বেশি। তার উপর স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক হওয়ায় আরও অনেকটাই বেশি সুদ পাওয়া যাচ্ছে ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে। জানা যাচ্ছে বর্তমানে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সাধারণ গ্রাহকদের ৩.৫% থেকে শুরু করে ৮.২৫% ও সিনিয়ার সিটিজেনদের জন্য ২.৭৫% থেকে ৯% পর্যন্ত সুদ দেওয়া হচ্ছে।