Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বর্তমানে প্রত্যেকটি মানুষ সঞ্চয় নিয়ে চিন্তিত। ফিক্সড ডিপোজিট (Fixed Diposit) স্কিমে টাকা রাখেন অনেকেই। যেহেতু ব্যাংক এবং পোস্ট অফিস এই দুই জায়গায় টাকা রাখার আগ্রহ তুলনামূলকভাবে বেশি থাকে আর নিরাপদে অর্থ দ্বিগুণ করার জন্য ব্যাংকের ফিক্সড ডিপোজিট স্কিম, রেকারিং ডিপোজিট স্কিম অত্যন্ত জরুরী হয়ে ওঠে। প্রচুর মানুষ ফিক্সড ডিপোজিটে টাকা রেখে অথবা টাকা ফিক্সড করে উপকৃত হয়েছেন। তবে এখন যদি আপনি ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করতে চান, তাহলে আপনাকে নতুন নিয়ম মানতে হবে। আসুন দেখে নেওয়া যাক কোন নিয়মের কথা বলা হচ্ছে।
Fixed Deposit Investment Bank Rule
মনে করুন আপনি সঞ্চয় নিয়ে ভাবছেন আর আপনার টাকা ফিক্সড করবেন বলে চিন্তা-ভাবনা করছেন। সেক্ষেত্রে আপনি ব্যাংকে যাবেন আর ব্যাংকের তরফে আপনাকে কিছু নিয়মকানুনের ব্যাখ্যা দেওয়া হবে। আপনাকে একটা ফর্ম ফিল
আপ করতে হবে। আর প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। এবার আপনি সরকারি বা বেসরকারি উভয় ব্যাংকেই ফিক্সড ডিপোজিট করতে পারেন। তবে আপনাকে সেই ব্যাংকের নিয়ম জানতে হবে। সম্প্রতি ভারতের এক বেসরকারি ব্যাংক ফিক্সড ডিপোজিটের নিয়ম বদল করেছে। আপনাকে সেই নিয়ম সম্পর্কে অবহিত করা হচ্ছে আজকের এই প্রতিবেদনে।
ফিক্সড ডিপোজিটের নিয়ম বদল
ভারতের বেসরকারি ব্যাঙ্কগুলির মধ্যে অন্যতম একটি ব্যাংক হল এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank). এই ব্যাংক গত ৭ জানুয়ারি থেকে ফিক্সড ডিপোজিটের সুদের হারে নতুন করে পরিবর্তন করেছে। সেই নিয়ম থেকে জানা যাচ্ছে, এবার থেকে ৩ কোটি টাকা আপনার ফিক্সড ডিপোজিটে সুদের হার হয়েছে ৪.৭৫ থেকে শুরু করে ৭.৪০ শতাংশ। আর এই সুদের হার নির্ধারিত হয়েছে প্রধানত জেনারেল সিটিজেনদের জন্য। সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.৯০ শতাংশ হারে সুদ। ফলে নিঃসন্দেহে বলা যায়, নতুন বছর পড়তে মুখে হাসি ফুটল বিনিয়োগকারীদের।
যারা HDFC ব্যাংকের ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগ করতে চান তারা ব্যাঙ্কে গিয়ে সরাসরি কথা বলেন যদি তাহলে নতুন নিয়ম, সুদের হার সংক্রান্ত বিষয় বিষয়টি জানতে পারবেন। অন্য দিকে, আপনি যদি অনলাইনে গিয়ে ব্যাঙ্কের সমস্ত তথ্যও জেনে নিতে পারেন। তবে এখানেই শেষ নয়, এবার থেকে ভারতবর্ষের খ্যাতনামা HDFC Bank তাদের ব্যাংক লোনের ক্ষেত্রে সুদের হারেও উল্লেখযোগ্য পরিবর্তন করতে চলেছে বলে খবর। ফলে, যদি সুদের হার কম হয় বা বৃদ্ধি পায় তবে যারা লোন নিয়ে থাকেন তাদের উপর নিঃসন্দেহে প্রভাব ফেলবে। তাই লোন নেওয়ার আগে অবশ্যই ব্যাংকের শাখায় গিয়ে বিস্তারিত জেনে নেবেন।
প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও এইচডিএফসি ব্যাংক তার গ্রাহকদের ভাল সুদের হার দিয়ে এসেছে। ভারতবর্ষের বেসরকারি ব্যাঙ্কগুলির মধ্যে অন্যতম সেরা এই ব্যাঙ্ক। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কিছুদিন অন্তর অন্তর তারা ফিক্সড ডিপোজিটে সুদের হারে বদল করে। আর এবারেও তার ব্যতিক্রম হয়নি।
আরও পড়ুন:– হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধের খবরে হুহু করে বাড়ল আদানি গোষ্ঠীর স্টকের দাম
আরও পড়ুন:– সরকারি কর্মীরা পাবেন 25 লাখ টাকা। অবসরের পর বিশেষ সুবিধার ঘোষণা করল সরকার। দেখে নিন বিস্তারিত