ফিরছে ‘শক্তিমান’, কবে এবং কোথায় দেখা যাবে সুপারহিরো মুকেশ খান্নাকে ? দেখুন বিস্তারিত

By Bangla News Dunia Desk Bappaditya

Updated on:

shaktimaan

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ন’য়ের দশকের প্রজন্মের কাছে টেলিভিশন মানেই ছিল ‘শক্তিমান’ দেখা। সেই সময় বহু পড়ুয়ারই সুপারহিরো ছিলেন মুকেশ খান্না। রবিবার মানেই ছিল দুপুর ১২টার সময় টিভি খুলে শক্তিমান দেখার পালা। শোয়ের জনপ্রিয়তা এতটাই ছিল যে বাজারে শক্তিমান-এর আদলে পোশাকও বিকিয়েছে। তবে বেশ কিছু বছর ধরেই শোনা যাচ্ছিল যে পর্দায় ফের আসতে চলেছে নব্বইয়ের নস্টালজিক শো শক্তিমান। মুকেশ খান্নার ইঙ্গিত খানিক তেমনই। যা সোশ্যাল মিডিয়ায় ভক্তদের মধ্যে উন্মাদনা তৈরি করেছে বলা চলে।

অভিনেতা মুকেশ খান্না কিছুদিন আগেই তাঁর ভক্তদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে নয়ের দশকের জনপ্রিয় শো শক্তিমান আবার ফিরিয়ে আনবেন তিনি। আর অভিনেতা তাঁর প্রতিশ্রুতি রেখেছেন। তিনি আবার শক্তিমান রূপে কামব্যাক করছেন। সোশ্যাল মিডিয়ায় মুকেশ খান্নার শক্তিমান টিজার মুক্তি পেতেই শোরগোল পড়ে যায় ভক্তদের মধ্যে। তবে শুধু টিজারই নয়, মুকেশ খান্না শক্তিমান-র পোস্টারও প্রকাশ্যে এনেছেন। এখন শুধু দর্শকদের অপেক্ষা টেলিকাস্টের।

 

আরো পড়ুন:-গ্যারান্টার ছাড়াই ১০ লক্ষ টাকা পর্যন্ত লোন, কেন্দ্রের PM বিদ্যালক্ষ্মী যোজনা, জানুন কীভাবে পাবেন?

অভিনেতা মুকেশ খান্না ইনস্টাগ্রামে একটি পুরোনো ছবি এবং ভিডিয়ো ক্লিপ শেয়ার করেছেন। এবং ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শক্তিমান ফিরছে। তাঁর ফিরে আসার সময় হয়েছে। আমাদের প্রথম ভারতীয় সুপার টিচার ও সুপারহিরো। অন্ধকার এবং খারাপ সময়ের প্রভাব শিশুদের উপর ভীষণ ভাবে পড়ছে। এ বার তাঁর ফিরে আসার সময় এসেছে। এক অন্যরকম বার্তা নিয়ে ফিরছেন তিনি। আজকের প্রজন্মের তাঁকে ভীষণই প্রয়োজন। করজোড়ে তাঁকে স্বাগত জানাই। ইউটিউবে মুক্তি পাওয়া টিজারে দেখানো হয়েছে শক্তিমানের কিছু পুরনো ক্লিপিংস। সঙ্গে নতুনভাবে যুক্ত হয়েছে মুকেশ খান্না একটি স্কুলে উড়ে বেড়াচ্ছেন এবং অনেক স্বাধীনতা সংগ্রামীদের ছবির সামনে দাঁড়িয়ে গান গাইছেন। মুকেশের পোস্টে অনেক ভক্তই খানিক আবেগপ্রবণ হয়ে পড়েছেন। মনে ভিড় করে এসেছে বহু ছেলেবেলার স্মৃতি। তবে আরও একবার শক্তিমান দেখার জন্য যে দর্শকেরা মুখিয়ে রয়েছেন তা বলাই বাহুল্য।

প্রসঙ্গত, ১৯৯৭ সাল থেকে দূরদর্শনে প্রচারিত হতে শুরু করে শক্তিমান। রবিবার দুপুর ১২টা থেকে এই শো দেখানো হলেও পরে তা রাত সাড়ে নটায় দেখানো হত। প্রায় আট বছর ধরে ৪৫০টি পর্ব নিয়ে তৈরি হয় এই জনপ্রিয় শো। ভারতের প্রথম সুপারহিরো হিসাবে, শক্তিমান রহস্যময় এবং অলৌকিক শক্তি নিয়ে এসেছিল। বিশ্বের অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য বেছে নেওয়া হয়েছিল তাকে। ভক্তেরা এখনও অধীর আগ্রহে শক্তিমানের অপেক্ষায়।

 

আরো পড়ুন:-শরীরে থাইরয়েডের জন্য ওজন বাড়ছে হু হু করে? জানুন সমস্যার সমাধান

আরো পড়ুন :- বিশ্বের সুপার পাওয়ারদের তালিকায় ভারতেরও থাকা উচিত : পুতিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন