ফিরহাদের ‘সংখ্যালঘু-সংখ্যাগুরু’ তত্ত্ব নিয়ে কড়া বার্তা তৃণমূলের

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- শনিবার এক অনুষ্ঠান থেকে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছিলেন — সংখ্যালঘুরা একদিন সংখ্যাগুরু হয়ে উঠবেন। তাঁর এই বক্তব্য ঘিরে চরম বিতর্ক শুরু হয়। সেই আবহে সোমবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তাদের এক্স হ্যান্ডলে দলের অবস্থান স্পষ্ট করল। জানিয়ে দিল, মন্ত্রী ফিরহাদের মন্তব্যের সঙ্গে দল একেবারেই সহমত নয়।

অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, ‘শনিবার ফিরহাদ হাকিম যে মন্তব্য করেছেন, তৃণমূল তার সঙ্গে সহমত নয় এবং তার বিরোধিতা করছে। এই মন্তব্য দলের অবস্থান, আদর্শের কোনও প্রতিফলন নেই। শান্তি, একতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আমরা প্রতিজ্ঞাবদ্ধ। পশ্চিমবঙ্গের সমাজ পরিকাঠামো হুমকির মুখে পড়ে এমন কোনও মন্তব্য করা হলে তা কঠোরতার সঙ্গেই বিবেচনা করা হবে।’

আরো পড়ুন:- নতুন শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিকের 19টি বিষয়ে পাঠক্রম বদল, কোন কোন বিষয়? জেনে রাখুন

ফিরহাদের এই মন্তব্য তৃণমূল যে সমর্থন করে না, তা অনেক নেতাই বুঝিয়ে দিয়েছিলেন। তৃণমূলের দুই হুমায়ুন কবীরও প্রকাশ্যে ফিরহাদের মন্তব্যের বিরোধিতা করেছিলেন। প্রাক্তন পুলিশকর্তা হুমায়ুন কবীর সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন— ‘জ়িন্দেগি লম্বি নেহি, বড়ি হোনি চাহিয়ে হুজ়ুর হাকিমজি। কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই। পাঁচ বাচ্চা, রিকশাওয়ালা, সবজিওয়ালা, ঠেলাওয়ালা, পরিযায়ী শ্রমিক, হকার না–হয়ে শিক্ষক, ডাক্তার, নিদেনপক্ষে আমার মতো পুলিশ অফিসার হওয়া ভালো নয় কি?’

ভরতপুরের বিধায়ক তথা তৃণমূলের আর এক হুমায়ুন কবীরও এর বিরোধিতা করেন। বিতর্কের মুখে পড়ে ফিরহাদ রবিবারই জানান, তিনি এক জন ভারতীয় এবং ধর্মনিরপেক্ষ মানুষ। আমৃত্যু তাই থাকবেন। ফিরহাদ কন্যা প্রিয়দর্শিনী হাকিমও বলেন, ‘কুৎসা করা যাঁদের কাজ, তাঁরাই কুৎসা করছেন। আগেও নানা ভাবে আমার বাবাকে অপমান করা হয়েছে।’

যদিও রাজ্যের মন্ত্রীর এ হেন মন্তব্যকে সামনে রেখে বিজেপি প্রশ্ন তোলে, শাসকদলের একজন মন্ত্রী, কী ভাবে এই ধরনের বার্তা দিতে পারেন? দল কি ফিরহাদের এ হেন মন্তব্যকে সমর্থন জানাচ্ছে, প্রশ্ন তুলেছিলেন বিজেপির সাংসদ শমীক ভট্টাচার্য। সোমবার তৃণমূল এক্স হ্যান্ডেলে নিজের অবস্থান স্পষ্ট করল।

আরো পড়ুন:- পশ্চিমবঙ্গে শুরু চাকরির মেলা। নিজে গিয়ে ইন্টারভিউ দিয়ে কাজের সুযোগ, কবে কোথায়, জেনে নিন

আরো পড়ুন:- সুখবর! ১৯,৯০০ টাকা বেতন, মাধ্যমিক পাশে ভারতীয় পোস্ট অফিসে প্রচুর কর্মী নিয়োগ! শীঘ্রই এভাবে আবেদন করুন

 

মন্তব্য করুন