ফুচকা বিক্রি করে বছরে আয় ৪০ লক্ষেরও বেশি, GST নোটিস পেলেন বিক্রেতা

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

1200-675-22789141-thumbnail-16x9-fuchkanew

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, একটি সরকারি বিজ্ঞপ্তি। সেটিকে জিএসটি নোটিস বলে দাবি করেছেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় দাবি, তামিলনাড়ুর এক ফুচকা বিক্রেতাকে পাঠানো হয়েছে ওই জিএসটি বিজ্ঞপ্তি। সেখানে লেখা রয়েছে, ২০২৩-২৪ অর্থবর্ষে শুধুমাত্র অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমেই ৪০ লক্ষ টাকার উপরে টাকা ঢুকেছে ওই ফুচকা বিক্রেতার অ্যাকাউন্টে। সেই কারণেই তাঁকে জিএসটি বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। ওই বিজ্ঞপ্তির ছবি এখন নেটদুনিয়ায় ভাইরাল। তার সত্যতা যদিও ‘বাংলা নিউস দুনিয়া অনলাইন’ যাচাই করেনি। কেউ মজার ছলে বলছেন, এ বার কর্পোরেট ধাঁচে ব্যবসায় নামা উচিত ওই ফুচকা বিক্রেতার। কারও উপদেশ বিদেশে রপ্তানির রাস্তা খুলে যাবে এর পর থেকে।

আরও পড়ুন:– কোনও ব্যক্তি সর্বোচ্চ ক’টি ফিক্সড ডিপোজ়িট খুলতে পারেন? কী বলছে নিয়ম? জেনে নিন

কারও আবার পরামর্শ ওই ফুচকা বিক্রেতা যেন জিএসটি রেজিস্ট্রেশন করে নেন। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এক ব্যক্তি উপদেশ দিয়েছেন, যাতে ওই ফুচকা বিক্রেতা শুধুমাত্র নগদেই টাকা নেন।ফুচকা বিক্রি করে বছরে ৪০ লক্ষ টাকারও বেশি রোজগার দেখে চোখ কপালে বহু নেটনাগরিকের। কারও কারও মনে হয়েছে, এটাই কেরিয়ার বদলে নেওয়ার জন্য সবচেয়ে ভালো সময়। কেউ বলছেন, ‘হতেই পারে না!’

ভারতে যাঁরা রাস্তায় ব্যবসা করেন অর্থাৎ যাঁদের স্ট্রিট ভেন্ডর বা হকার বলা হয় তাঁরা জিএসটির আওতার বাইরে থাকেন। সাধারণত অতি ক্ষুদ্র ব্যবসার কারণেই এরা জিএসটি আওতার বাইরে থাকেন। যে সব ব্যবসায় বার্ষিক লেনদনের অঙ্ক বা টার্নওভার ৪০ লক্ষ টাকা পেরিয়ে যায় তাদের জিএসটি রেজিস্ট্রেশন করতে হয়।

হকার বা স্ট্রিট ভেন্ডরদের মধ্যে যদি কেউ শুধুমাত্র নগদে ব্যবসা করেন, তাহলে তারা এটা থেকে বাঁচতেও পারেন। কিন্তু ইদানিং অনলাইন পেমেন্টের ব্যবহার বাড়ছে। বহু হকারও QR কোড ভিত্তিক পেমেন্ট নিচ্ছেন। ফলে সেখানে বছরে ৪০ লক্ষ টাকার বেশি আয় দেখা গেলেই জিএসটির আওতায় পড়তেই পারেন তাঁরা।

আরও পড়ুন:– বরফের মতো সাদা হয়ে যাচ্ছে শিশুরা, শীতের কামড়ে আরও বেহাল গাজ়া

আরও পড়ুন:– স্পিড ব্রেকারের ঝাঁকুনিতে অ্যাম্বুল্যান্সে বেঁচে উঠলেন ‘মৃত’, তারপর….

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন