ফুড অ্যাপের ডেলিভারি বয় থেকে সিভিল জজ, কিভাবে লক্ষ্যে পৌঁছলেন ইয়াসিন ? জানতে পড়ুন বিস্তারিত

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- অদম্য চেষ্টা আর লক্ষ্যে পৌঁছনোর জেদের আক্ষরিক অর্থেই যে কোনও বিকল্প হয় না, প্রমাণ করে দেখালেন ইয়াসিন শান মুহম্মদ। ২০২৪ সালের কেরালা জুডিশিয়াল সার্ভিসেস পরীক্ষায় সফল হয়ে এ বার তিনি সিভিল জজ হয়েছেন। কিন্তু এই সাফল্যের পথ মোটেই ততটা সহজ ছিল না। আর্থিক ভাবে অস্বচ্ছল পরিবারের ছেলে। কিন্তু চোখে এক রাশ স্বপ্ন। সেই স্বপ্ন সত্যি করতে দিনের পর দিন ফুড ডেলিভারি এজেন্ট হিসাবে কাজ করেছেন তিনি। সারাদিনের হাড় ভাঙা খাটুনি, রাতে ফিরে পড়াশোনা। সেই অধ্যাবসায়েই এই সাফল্য তাঁর।

২৯ বছর বয়সী ইয়াসিন শান মুহম্মদ পলাক্কড়ের পট্টাম্বি শহরের বাসিন্দা। আশাকর্মী মা একা মানুষ করেছেন তাঁকে। পরিবারের আর্থিক অবস্থা একেবারেই ভালো ছিল না। এক সময় ইয়াসিন খবরের কাগজ, দুধও বিক্রি করেছেন। পরে যোগ দেন ফুড ডেলিভারি চেনে।

আরও পড়ুন:– মধ্যবিত্তের টাকা জমানোর গোপন সূত্র। বিশেষজ্ঞের এই নিয়ম মেনে 1 মাস সংসার চালান, আর ম্যাজিক দেখুন

ইয়াসিন ১২ ক্লাস পাশের পর পলিটেকনিক কলেজে ইলেক্ট্রনিক্সে ডিপ্লোমা করেন। এর পর গুজরাটের একটা সংস্থায় কাজ শুরু করেন। বছর খানেক পর আবারও ফিরে আসেন কেরালায়। এর্নাকুলামের সরকারি আইন কলেজে ভর্তি হন।

রাজ্য আইন প্রবেশিকা পরীক্ষায় ৪৬ র‍্যাঙ্ক হয় তাঁর। কিন্তু সিভিল জজ হবেন, এ স্বপ্ন তিনি কোনও দিনই দেখেননি। তবে কলেজে পড়াকালীন অনেকেই তাঁকে উৎসাহিত করেছিলেন। সেই উৎসাহ পেয়ে কেরালা জুডিশিয়াল সার্ভিসেস পরীক্ষায় বসেন তিনি।

প্রথমবার মনের মতো ফল হয়নি ইয়াসিনের। তবে প্রস্ততি নিতে নিতে একটা সময় এই বিচার ব্যবস্থাকেই ভালোবেসে ফেলেন তিনি। ঠিক করেন আবার পরীক্ষায় বসবেন এবং আরও ভালো প্রস্তুতি নিয়ে।

দ্য প্রিন্টকে সাক্ষাৎকারে ইয়াসিন জানান, লিগাল প্রফেশনে পা রাখা, তাঁর ভবিতব্য ছিল। জুডিশিয়াল অফিসার বা বিচারবিভাগীয় কোনও কাজের সঙ্গে যুক্ত হবেন, তা কখনওই ভাবেননি। তবে এখন এই কাজই যখন তাঁর পেশা হয়েছে, সততা, নিষ্ঠা ও পরিশ্রমের সঙ্গে এগিয়ে যেতে চান।

আরও পড়ুন:– এখনই কিনবেন না এই সব স্মার্টফোন, দিন কয়েক পরেই কমতে পারে দাম

আরও পড়ুন:– ক্যানসারের চিকিৎসায় বাঙালি বিজ্ঞানীদের যুগান্তকারী আবিষ্কার, জানুন বিস্তারিত

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন