Bangla News Dunia, Pallab : রাজ্যের দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের মানুষকে যাতে খাদ্যাভাবে না থাকতে হয় তার জন্য সরকারের তরফ থেকে বিনামূল্যে রেশন প্রদান করা হয়। প্রতিমাসে রেশন কার্ড আনুযায়ী চাল ও গম পাওয়া যায়। এমাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে রেশন সামগ্রীর পরিমাণ কি বাড়ল নাকি কমল? ইতিমধ্যেই জারি হয়েছে নির্দেশিকা। চলুন দেখে নেওয়া যাক কত কেজি চাল ও কত কেজি গম পাওয়া যাবে?
আরও পড়ুন:–নিষিদ্ধ ঘোষণা ! রাজ্যে 17টা ওষুধ উৎপাদন বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্যভবন, দেখে নিন তালিকা
ফেব্রুয়ারি মাসের রেশন সামগ্রীর তালিকা
রেশনের ক্ষেত্রে জালিয়াতি আটকাতে সরকারের তরফ থেকে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। আগে শুধুমাত্র রেশন দোকানের বোর্ডেই কি কি দেওয়া হবে তা লেখা থাকত। তবে এখন অফিসিয়াল ওয়েবসাইটে মাসের শুরুতেই সে মাসের চাল, গম থেকে চিনির পরিমাণ প্রকাশিত হয়। এছাড়াও গ্রাহকদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারেও এসএমএসের মাধ্যমে নোটিফিকেশন পাঠিয়ে দেওয়া হয়। এমাসে কত কেজি চাল ও গম মিলবে? রইল কার্ড অনুযায়ী বিস্তারিত।
AAY কার্ডের রেশন সামগ্রী
আপনি যদি অন্তদয়া অন্ন যোজনা কার্ডের গ্রাহক হন তাহলে সবচেয়ে বেশি রেশন সামগ্রী পাবেন। ফেব্রুয়ারি মাসে এক্ষেত্রে পরিবার পিছু ২১ কেজি চাল, ১৪ কেজি গম বা ১৩.৩ কেজি গম পাওয়া যেতে পারে। এই রেশন সামগ্রীর জন্য আলাদা করে কোনো টাকা দিতে হবে না।
PHH ও SPHH কার্ড গ্রাহকদের জন্য রেশন সামগ্রী
আপনার কাছে যদি PHH বা SPHH কার্ড থাকে তাহলে প্রায়ওরিটি হাউসহোল্ড বা স্পেশাল প্রাইওরিটি হাউসহোল্ড হওয়ার দরুন কার্ড পিছু ৩ কেজি চাল ও ২ কেজি গম বা ১.৯ কেজি আটা পাওয়া যাবে ফ্রেবুয়ারী মাসে।
RKSY I ও RKSY II কার্ডের রেশন সামগ্রী
রেশন কার্ডের মধ্যে সবচেয়ে কম সামগ্রী পাওয়া যায় এই দুই কার্ডে। যদি আপনার RKSY I কার্ড থাকে তাহলে ফ্রেবুয়ারী মাসে কার্ড পিছু শুধুমাত্র ৫ কেজি চাল পাওয়া যাবে। আর যদি RKSY II কার্ড থাকে তাহলে কার্ড পিছু ২ কেজি চাল পাওয়া যাবে। এই দুই কার্ডের ক্ষেত্রেই আলাদা করে কোনো গম পাওয়া যাবে না।
স্পেশাল প্যাকেজ
রাজ্যের জঙ্গলমহল ও পাহাড়ি এলাকার জন্য স্পেশাল রেশন প্যাকেজ প্রদান করা হয় পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। যেখানে পরিবারের সদস্য সংখ্যা বেশি হলে AAY কার্ডে ১১ কেজি চাল, PHH কার্ডে ৬ কেজি চাল, RKSY I কার্ডে ৬ কেজি চাল অতিরিক্ত দেওয়া হয়।
আরও পড়ুন:– কুম্ভের মতো দুর্ঘটনা বাংলায় হলে রাষ্ট্রপতি শাসনের দাবি তুলত বিজেপি, কটাক্ষ অভিষেকের