Bangla News Dunia, Pallab : নতুন বছর অর্থাৎ ২০২৫ এর প্রথম মাস জানুয়ারি প্রায় শেষের পথে। হাতে মাত্র আর কয়েকটা দিন। এরপরেই আগমন হতে চলেছে ফেব্রুয়ারি মাসের। এ বছর লিপইয়ার না হওয়ায় ফেব্রুয়ারি মাস মোট ২৮ দিনের। আর এদিকে নতুন মাস পড়ার আগেই ক্যালেন্ডারের দিকে নজর সকলের। তার কারণ ছুটির তালিকা। দেখা গিয়েছে এই ২৮ দিনের মধ্যে ব্যাঙ্কে পূর্ণ কর্মদিবস অনেক কম, আবার কিছু কিছু দিন সম্পূর্ণরূপে বন্ধ থাকবে ব্যাঙ্ক। তাই না জেনে ব্যাঙ্কে গেলে ফিরে আসতে হবে, কোনো কাজ হবে না।
আরও পড়ুন:– টানা ৫ দিন দাম বেড়েছে, এ সপ্তাহেও নজর থাকুক এই ৭ স্টকে
১৪ দিন ছুটি থাকবে ব্যাঙ্ক!
রিজার্ভ ব্যাঙ্কের (Reserve Bank of India) দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে মোট ১৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। তবে সমস্ত রাজ্যে যে ১৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক তা নয় কিন্তু। কারণ বিভিন্ন রাজ্যে একেক রকম ছুটি রয়েছে। এমনিতেই প্রত্যেক সপ্তাহে প্রতি রবিবার করে সারা দেশে ছুটি থাকে ব্যাঙ্ককর্মীদের। পাশাপাশি প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবারেও বন্ধ থাকে ব্যাঙ্ক। তবে এই শনি এবং রবিবার ছাড়াও বেশ কিছু আঞ্চলিক ও জাতীয় ছুটির দিন থাকে প্রত্যেক মাসেই। একনজরে দেখে নেওয়া যাক কোন রাজ্যে কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
ফেব্রুয়ারিতে ব্যাঙ্ক ছুটির তালিকা
- ৩ ফেব্রুয়ারি সোমবার সরস্বতী পুজো উপলক্ষ্যে পাঞ্জাব, হরিয়ানা, ওড়িশা, ত্রিপুরা, আগরতলা এবং পশ্চিমবঙ্গে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
- ১১ ফেব্রুয়ারি, মঙ্গলবার থাই পুষম উৎসব উপলক্ষ্যে চেন্নাইতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ১২ ফেব্রুয়ারি বুধবার গুরু রবিদাস জয়ন্তী উপলক্ষ্যে পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ এবং হিমাচল প্রদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ১৫ ফেব্রুয়ারি শনিবার লুই-নাই-নি আঞ্চলিক উৎসবের দরুন মণিপুরে ব্যাঙ্ককর্মীদের ছুটি থাকবে।
- ১৯ ফেব্রুয়ারি বুধবারে বেলাপুর, মুম্বই, নাগপুরে ছত্রপতি শিবাজী জয়ন্তীর জন্য ব্যাঙ্ক বন্ধ।
- ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার আইজল ও ইটানগরে স্টেটহুড ডে উপলক্ষ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
- ২৬ ফেব্রুয়ারি বুধবার মহাশিবরাত্রি পড়েছে। তাই আমেদাবাদ, আইজল, বেঙ্গালুরু, বেলাপুর, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, দেরাদুন, হায়দরাবাদ, জয়পুর, জম্মু, কানপুর, কোচি, লক্ষ্ণৌ, মুম্বই, নাগপুর, রায়পুর, রাঁচি, সিমলা, শ্রীনগর, তিরুবনন্তপুরম, পশ্চিমবঙ্গে ব্যাঙ্কে ছুটি থাকবে।
- ২৮ ফেব্রুয়ারি শুক্রবার লোসারের জন্য এদিন গ্যাংটকে ছুটি থাকবে ব্যাঙ্ক।
তবে মাসে ১৪ দিন ব্যাঙ্ক বন্ধ থাকলেও খুব খারাপ প্রভাব ফেলবে না গ্রাহকদের। কারণ ব্যাঙ্ক বন্ধ থাকলেও চালু থাকবে অনলাইন ব্যাংকিং পরিষেবা। নির্দ্বিধায় অনলাইনে যে কাউকে টাকা পাঠাতে পারবেন এবং গ্রহণ করতে পারবেন। চালু থাকবে ATM পরিষেবাও।