Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সরকারি কর্মীদের (Government Employees) জন্য বছরের বিভিন্ন সময়ে নানান ধরনের নিয়ম জারি করা হয়। ব্যতিক্রম রইল না চলতি বছর। বছরের শুরুতে সরকারের তরফে জানিয়ে দেওয়া হল, এবার রাজ্য সরকারি কর্মীদের নতুন নিয়ম
জারি হতে চলেছে। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা যারা এখনো এই নিয়ম সম্পর্কে জানেন না, আজ এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন। আপনাদের কি মানতে হবে আর কি মানতে হবে না বিস্তারিত বিবরণ উল্লেখ করা হলো।
WB Government Employees New Rules
রাজ্য সরকারের তরফ থেকে সম্প্রতি একটি নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে এই নতুন নিয়ম চালু হতে চলেছে। কিন্তু নতুন নিয়মে ঠিক কি বলা হয়েছে? আসলে রাজ্যের সরকারি কর্মীদের স্বাস্থ্য প্রকল্পের তথ্য সংরক্ষণ প্রক্রিয়ায় এবার একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। সাধারণত এতদিন পর্যন্ত তথ্য গুলি সংরক্ষণ করে রাখা হত দিল্লি জাতীয় ডেটা সেন্টারে। তবে এবার রাজ্যের নিজস্ব ওয়েস্ট বেঙ্গল ডেটা সেন্টারে সংরক্ষিত হবে এই সমস্ত তথ্য।
আরও পড়ুন:– ভরসা কমছে মিউচুয়াল ফান্ডে ! ডিসেম্বরে বন্ধ হয়েছে 45 লক্ষ SIP অ্যাকাউন্ট, রইলো বিস্তারিত
পাশাপাশি এও জানানো হয়েছে, এই তথ্য স্থানান্তরের প্রক্রিয়া চালু করতে ৭ ফেব্রুয়ারি সকাল দশটা থেকে বেলা বারোটা পর্যন্ত বন্ধ রাখা হবে স্বাস্থ্য প্রকল্পের পোর্টালটি। সাময়িকভাবে বন্ধ থাকবে পোর্টাল। আর এই নির্দিষ্ট সময়ে পোর্টাল ব্যবহার করা যাবে না, কোনরকম এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করা যাবে না। শুধু তাই নয়, নতুন ডাটা সংরক্ষণ প্রক্রিয়া চালু হওয়ার ফলে এবার থেকে আরও সুরক্ষিত ও নির্ভরযোগ্য হবে রাজ্যের তথ্য সংরক্ষণ এবং ব্যবস্থাপনা। তবে
সরকার এই সিদ্ধান্ত নিয়েছে প্রধানত সরকারি প্রকল্পগুলির পর্যবেক্ষণ এবং বাস্তবায়ন করতে।
তথ্য সংরক্ষণের নতুন নিয়ম চালু হল
প্রধানত, পশ্চিমবঙ্গ সরকারের বেশ কিছু প্রকল্প, উদাহরণস্বরূপ বলা যায়, কন্যাশ্রী, বাংলা আবাস যোজনা, কৃষক বন্ধু, স্বাস্থ্য সাথী প্রকল্পের যাবতীয় খরচ পরিচালনা করা হয় পুরোপুরি রাজ্যের নিজস্ব কোষাগার থেকে। তবে এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে সমস্ত প্রকল্প রাজ্যের নিজস্ব অর্থায়নে চলছে, সেই প্রকল্পগুলির তথ্য সংরক্ষণ করে রাখা হবে রাজ্যের নিজস্ব ডেটা সেন্টারে। অর্থ দপ্তরের তরফে সম্প্রতি জানানো হয়েছে যে, কেন্দ্র থেকে সকল তথ্য হস্তান্তর করা হলেও তার আগের সমস্ত ডেটার ব্যাকআপ রাখা হবে জাতীয় ডেটা সেন্টারে। আর স্থানান্তর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর এই সমস্ত তথ্য রাখা হবে রাজ্যের নিয়ন্ত্রণাধীনে।