‘ফেরত দিন হাসিনাকে, বিচার করবে বাংলাদেশ’, ভারতকে হুঁশিয়ারি সারজিস আলমের

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখে চলার বার্তা দিয়েছে ইউনূসের সরকার। বিএনপির একাধিক ভারত এবং হাসিনা-বিরোধী হুমকির মধ্যে এই বার্তা দিয়েছে অন্তর্বর্তী সরকার। এ বার, দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো রাখার জন্য ভারতকে হুঁশিয়ারি দিলেন জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

তাঁর দাবি, দু’দেশের মধ্যে ভালো সম্পর্ক রাখতে চাইলে ‘আশ্রয়’ না দিয়ে ভারতকে ফেরত দিতে হবে শেখ হাসিনাকে। বাংলাদেশের মানুষই হাসিনার বিচার করবে বলেও জানিয়েছেন তিনি।

গত ৫ অগস্ট পতন হয় হাসিনার সরকারের। সেদিনই বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে আসেন ভারতে। তারপর থেকে ভারতেই রয়েেছেন তিনি। তাঁকে ভারত ‘আশ্রয়’ দিয়েছে বলেও দাবি বাংলাদেশের। যদিও কোন স্ট্যাটাসে হাসিনাকে থাকতে দেওয়া হয়েছে তা নিয়ে এখন পর্যন্ত কিছু জানায়নি ভারত।

আরো পড়ুন:- খাচ্ছি খাবার, গিলছি ‘বিষ’! শহরের খাবারের পুর–রিপোর্ট, কি জানা গেলো? 

হাসিনা চলে আসার পরে তাঁর বিরুদ্ধে ২০০-র বেশি মামলা দায়ের করা হয়েছে। হাসিনার বিচার প্রক্রিয়া শেষ হলেই তাঁকে বাংলাদেশ ফেরত চাইবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন। ভারতে বসে হাসিনা যে বিবৃতি দিচ্ছেন সেটা তাঁরা পছন্দ করছেন না বলেও জানিয়েছেন। দুই দেশের মধ্যে সম্পর্কে বাধা হয় হাসিনার এমন বক্তব্যকে ভারত সমর্থন করে না বলেও জানিয়েছে বিদেশমন্ত্রক। তারপরেও হাসিনা নাম না করেই ইউনূসকে কড়া বার্তা দিয়েছেন। এই নিয়ে কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেছে বিএনপি।

আর এক দিকে, হাসিনা ইস্যুতে ফের ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন সারজিস আলম। শনিবার, রাজশাহীতে ‘জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের’ পক্ষ থেকে ‘জুলাই বিপ্লবের শহিদ পরিবার’ গুলোকে আর্থিক সাহায্য করা হয়। সেখানেই হুমকি দেন সারজিস। তিনি বলেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কী হবে তা তাদের কাজের মাধ্যমে নির্ধারিত হবে। সম্পর্ক ভালো রাখতে চাইলে শেখ হাসিনাকে আশ্রয় না দিয়ে ফেরত দিতে হবে ভারতকে।’ সেই সময়ে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ‘খুনি’ বলেও উল্লেখ করেন তিনি। এর আগেও ভারতকে নিশানা করে বক্তব্য দিয়েছেন বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা।

আরো পড়ুন:- নতুন শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিকের 19টি বিষয়ে পাঠক্রম বদল, কোন কোন বিষয়? জেনে রাখুন

 

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন