Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আরজি করে আত্মহত্যার চেষ্টা ছাত্রীর। রবিবার রক্তাক্ত অবস্থায় এক দ্বিতীয় বর্ষের নার্সিং ছাত্রীকে উদ্ধার করা হয়। বর্তমানে হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে তাঁর চিকিৎসা চলছে।
প্রাথমিকভাবে যা জানা যাচ্ছে…
সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, ছাত্রীর বাড়ি পুরুলিয়া জেলায়। সম্ভবত হোস্টেলে রুমমেটের সঙ্গে বিবাদের জেরেই আত্মহত্যার চেষ্টা করেন।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে শনিবার গভীর রাতে ঘরের আলো জ্বালিয়ে পড়াশোনা করা নিয়ে দুই রুমমেটের মধ্য়ে বচসা লাগে। এরপরেই কলেজ কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান ছাত্রী। তবে অভিযোগ জানাতে গিয়ে উল্টে তাঁকেই দোষারোপ করা হয় বলে দাবি। ঘটনার পর থেকেই তিনি ডিপ্রেশনে চলে গিয়েছিলেন বলে মনে করা হচ্ছে।
আরো পড়ুন:-শরীরে থাইরয়েডের জন্য ওজন বাড়ছে হু হু করে? জানুন সমস্যার সমাধান
পুলিশ আধিকারিকদের সূত্রে খবর, রবিবার হোস্টেলের অন্য় ছাত্রীরাই তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন।
সূত্রের খবর, হাসপাতাল চত্বরের মধ্য়ে হওয়ায় এবং নার্সিং পড়ুয়ারা থাকায় দ্রুত তাঁর চিকিৎসা শুরু করা গিয়েছে। নয় তো আরও বড় অঘটনের আশঙ্কায় শিউরে উঠছেন অনেকে।
উল্লেখ্য, গত অগাস্টে আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার পর থেকে গোটা দেশ উত্তাল হয়। নির্যাতিতার বিচারের দাবিতে আন্দোলনে নামেন দেশের ডাক্তারমহল। এর পাশাপাশি রাজ্যের জুনিয়র চিকিৎসকদের একাংশ কর্মবিরতি ও অনশনের ডাক দেন। তাঁরা রাজ্যের মেডিক্যাল ফিল্ডে অনিয়ম, দুর্নীতির অভিযোগ তোলেন। এমনই প্রেক্ষাপটে ফের আরজি করে এক মর্মান্তিক ঘটনা।
আরো পড়ুন:-গ্যারান্টার ছাড়াই ১০ লক্ষ টাকা পর্যন্ত লোন, কেন্দ্রের PM বিদ্যালক্ষ্মী যোজনা, জানুন কীভাবে পাবেন?
আরো পড়ুন :- বিশ্বের সুপার পাওয়ারদের তালিকায় ভারতেরও থাকা উচিত : পুতিন