ফের চিনের সাথে শুরু সীমান্ত-সংঘাত? জানতে পড়ুন বিস্তারিত

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভারত ও চিনের সম্পর্কে ফের হোঁচট? সম্প্রতি চিনে নতুন ২টি প্রশাসনিক অঞ্চল তৈরি করা হয়েছে। যার মধ্যে এমন এলাকা রাখা হয়েছে যা ভারতের মাটিতে পড়ে। ভারতের দাবি ওই এলাকা লাদাখের মধ্যে পড়ে। সেখানে চিন বেআইনিভাবে দখলদারি করেছে। কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে চিনের কাছে প্রতিবাদ জানিয়েছে ভারত।

সম্প্রতি দীর্ঘদিনের আলোচনার পরে ভারত-চিনের মধ্যে একটি সীমান্ত জটিলতা কেটেছে। দীর্ঘ আলোচনার পরে পূর্ব লাদাখ সীমান্তে দুই দেশের তরফেই সেনা অপসারণ হয়েছে। তারপরেই এমন ঘটনায় ফের আলোচনায় ভারত-চিন সম্পর্ক।

আরও পড়ুন:– কোনও ব্যক্তি সর্বোচ্চ ক’টি ফিক্সড ডিপোজ়িট খুলতে পারেন? কী বলছে নিয়ম? জেনে নিন

চিনের হোতান এলাকায় এই ২টি নতুন কাউন্টি (চিনের প্রশাসনিক অঞ্চলের ভাগ) তৈরি করা হয়েছে। এই ২টির এলাকা নিয়েই আপত্তি তুলেছে ভারত। শুক্রবার বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছেন, ‘চিনের হোতান প্রিফেকচারে ২টি নতুন কাউন্টি তৈরি করার ঘোষণা আমরা শুনেছি। এই ২টি কাউন্টির যে এলাকা রয়েছে তার কিছুটা লাদাখের মধ্যে পড়ছে।’ ভারত কখনও এই বেআইনি দখলদারি মেনে নেবে না বলেও স্পষ্ট জানিয়েছেন তিনি।

২৭ ডিসেম্বর চিনা মিডিয়া Xinhua একটি রিপোর্ট প্রকাশ করেছিল। সেখানেই বলা হয়েছিল চিনের জ়িনজিয়াং উইঘুর স্বশাসিতক এলাকার সরকার ২টি নতুন কাউন্টি তৈরি করছে। তা চিনের প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে অনুমোদন পেয়ে গিয়েছে। এ বার সেই সিদ্ধান্ত নিয়েই আপত্তি জানাল ভারত।

ভারত ও চিনের সীমান্ত নিয়ে দ্বন্দ্ব এটাই প্রথম নয়। এর আগেও বহুবার ভারতীয় ভূখণ্ডকে নিজের বলে দাবি করেছে চিন। নিজেদের মানচিত্রেও ভারতীয় ভূখণ্ডকে নিজেদের জমি বলে দাবি করেছে চিন। ২০১৭ সালে চিন অরুণাচল প্রদেশের ৬টি জায়গার নাম নিজেদের ভাষায় করে প্রকাশ করে।। ২০২১ সালে আরেকটি তালিকায় ১৫টি জায়গার নামকরণ করে চিন। এরপরে ২০২৩ সালে ১১টি জায়গার নাম নিজেদের ভাষায় নতুন করে নামকরণ করেছিল চিন।

আরও পড়ুন:– বরফের মতো সাদা হয়ে যাচ্ছে শিশুরা, শীতের কামড়ে আরও বেহাল গাজ়া

আরও পড়ুন:– স্পিড ব্রেকারের ঝাঁকুনিতে অ্যাম্বুল্যান্সে বেঁচে উঠলেন ‘মৃত’, তারপর….

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন