Bangla News Dunia, Pallab : মধ্যবিত্তের জন্য আরও একটা খারাপ খবর। বাড়তে চলেছে রিচার্জের খরচ। ২০২৪ সালের পর ফের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে টেলিকম সংস্থা। Jio আর Airtel-র পর এবার রিচার্জের দাম বাড়াল ভোডাফোন আইডিয়া (Vodafone Idea)।
Vi গ্রাহকদের জন্য বড় ধাক্কা
গত বছর Jio সহ ভোডাফোন, এয়ারটেলের মতো জনপ্রিয় টেলিকম কোম্পানিগুলোর রিচার্জ প্ল্যানের মূল্য বৃদ্ধি করেছিল। এক ধাক্কায় দাম বাড়ানো হয়েছিল অনেকটাই। যার ফলে সমস্যার সম্মুখীন হয়েছিলেন মধ্যবিত্ত পরিবারের মানুষজন। খরচ কমানোর জন্য অনেকেই BSNL-র দিকে ঝুঁকতে শুরু করেছিলেন। কারণ এখনও বিএসএনএল অনেক কম দামে পরিষেবা প্রদান করে চলেছে। বর্ধিত দামের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হয়েছিলেন নেটিজেনদের একাংশ। এরপর কিছু কম দামের রিচার্জ প্ল্যান বাজারে আসতে শুরু করেছিল।
আরও পড়ুন:– ভারতের কব্জায় থাকা নদীর অংশ দখলমুক্ত করলো বাংলাদেশ, জানুন বিস্তারিত
ফোন রিচার্জের বর্ধিত দামের ধাক্কা সামলে উঠতে না উঠতেই আবার বাড়ল দাম। এবার রিচার্জ মূল্য বৃদ্ধি করল ভোডাফোন। ভোডাফোন তাদের সবথেকে কম দামের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে। ভোডাফোনের সবথেকে কম দামের রিচার্জ প্ল্যান পাওয়া যেত ২২ টাকায়। ২২ টাকার বিনিয়ম একদিনের জন্য অতিরিক্ত এক জিবি ডেটা পরিষেবা দিত কোম্পানি। এখন এই ডেটা প্ল্যানের দাম বেড়ে হয়েছে ২৩ টাকা। অর্থাৎ দাম বেড়েছে ১ টাকা। গত বছরেও এই প্ল্যানের দাম ছিল ১৯ টাকা। ১৯ টাকা থেকে ২২ টাকা এবং এখন সেটা হল ২৩ টাকা।
মাথায় হাত গ্রাহকদের
ভোডাফোনের আরও একটা ডেটা বুস্টার প্ল্যান রয়েছে, সেটার দাম ২৬ টাকা। ছাব্বিশ টাকায় এক দিনের ভ্যালিডিটি যুক্ত ১.৫ জিবি অতিরিক্ত নেট পরিষেবা পাওয়া যায়। ২২ টাকার প্ল্যানের মূল্যবৃদ্ধি কোম্পানির বাণিজ্যিক কৌশলের অন্যতম উদাহরণ বলে মনে করা হচ্ছে। কারণ এখন ১ জিবি নেট ও দেড় জিবি নেটের মধ্যে পার্থক্য মাত্র ৩ টাকার। ২৩ টাকার বদলে কেউ যদি আর ৩ টাকা খরচ করেন তাহলেই পেয়ে যাবেন দেড় জিবি অতিরিক্ত ডেটা।
ভোডাফোন এর আগেও তাদের জনপ্রিয় অন্য দুই রিচার্জ প্ল্যানের সুবিধা হ্রাস করেছিল। আগে ভোডাফোনের ২৮৯ টাকার রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি ছিল ৪৮ দিনের, সেটা কমিয়ে করা হয়েছে ৪০ দিনের। এছাড়া ৪৭৯ টাকা মূল্যের রিচার্জ প্ল্যানের মেয়াদ ৫৬ দিনের বদলে করা হয়েছে ৪৮ দিন; আগে যেখানে পাওয়া যেত দৈনিক ১.৫ জিবি ডেটা এখন পাওয়া যাচ্ছে ১ জিবি দৈনিক ডেটা।
আরও পড়ুন:– কলেজে পড়ুয়াদের ৩০ হাজার টাকা স্কলারশিপ দিচ্ছে HDFC ব্যাংক, কিভাবে আবেদন করবেন? দেখে নিন
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025