ফের পশ্চিমী ঝঞ্ঝার দাপটে রাজ্যে বৃষ্টির দুর্যোগ ! তাপমাত্রা কমার বদলে উল্টে বাড়বে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia,  Pallab : হালকা শীতের ছোঁয়ায় রাজ্য জুড়ে এক মনোরম আবহাওয়া পরিস্থিতি তৈরি হয়েছে। তবে সেই আবহাওয়াতে খানিক বিরতি টানছে পশ্চিমী ঝঞ্ঝা। এবং এর প্রভাবে আবহাওয়ার এক পরিবর্তন হতে চলেছে। উত্তর পশ্চিমের হাওয়ার বদলে দক্ষিণ-পূর্বের হওয়ার দাপট থাকবে। আর এই দুই বাতাসের সংস্পর্শে বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণবঙ্গে। আগামী সোমবার থেকেই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হবে।

আজকের আবহাওয়া

আজ অর্থাৎ শনিবার, কুয়াশায় ঢেকে গেছে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে। তবে বেলা বাড়তেই মেঘ কেটেছে অনেকটা। মিলেছে রোদের দেখা। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েক দিন কলকাতা সহ অন্যান্য কয়েকটি জেলায় সকালের দিকে কুয়াশা থাকবে। তবে শীতের কামড় আজ বেশ অনুভূত হতে চলেছে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪২ থেকে ৯৭ শতাংশ।

আরো পড়ুন:- চুপিসারে সরকারি কর্মীদের ডিএ বাড়াল সরকার। ৯ লাখ সরকারি কর্মীর অ্যাকাউন্টে ঢুকবে কড়কড়ে নোট

উত্তরবঙ্গের আবহাওয়া

দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার আবহাওয়া শুষ্ক থাকবে আজ। তবে দার্জিলিং এবং কালিম্পং জেলার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তুষারপাত হতে পারে কালিম্পং ও দার্জিলিং এর উঁচু এলাকাগুলিতে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আজ দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। তবে শীতের জোরালো কামড় অনুভূত হতে পারে রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে। বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রামের তাপমাত্রা ১০ ডিগ্রিতে নেমে যেতে পারে।

আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ রবিবার, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সেখানে আবহাওয়া শুষ্ক থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গে শীতের আমেজ বজায় থাকবে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের দার্জিলিং-সহ সমস্ত জেলায় সকালের দিকে কুয়াশার দাপট থাকবে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। #End

আরো পড়ুন:- ব্রেন তীক্ষ্ণ রাখতে চান? এই ব্যায়ামগুলিতে স্মৃতিশক্তি প্রখর থাকবে- বুদ্ধি বাড়বে মস্তিষ্কের

আরো পড়ুন:- চাপে পড়ে নতিস্বীকার, সব ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক ইউনূসের, জানতে পড়ুন বিস্তারিত

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন