Bangla News Dunia, Pallab : গতকালই কনফেডারেশনের সম্পাদক দুশ্চিন্তা প্রকাশ করেছিলেন হয়তো ফের পিছিয়ে দেওয়া হতে পারে ডিএ (Dearness Allowance) মামলার শুনানি। আজ ৭ই জানুয়ারি সুপ্রিম করতে মামলার শুনানি হতে সেটাই সত্যি হল। আবারও পিছিয়ে গেল রাজ্য সরকারি কর্মীদের DA মামলার শুনানি। নতুন ডেট কবে? জানতে আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
ফের পিছল DA মামলার শুনানি | DA Case In Supreme Court |
রাজ্য সরকারের কর্মীদের DA মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। আজ ৭ই জানুয়ারি শুনানিতে উপস্থিত হওয়ার জন্য শিয়ালদহ থেকে ট্রেনে করেই দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন মামলাকারীরা। জানিয়েছিলেন, সরকার চাইছে মামলা আরও দীর্ঘায়িত করতে যাতে মামলাকারীদের টাকা শেষ হয়ে যায় ও মামলা থেকে বেরিয়ে যেতে একপ্রকার বাধ্য হয়। আজ শুনানির পর জানা গেল ফের দু’মাস পিছিয়ে গেল শুনানি। আগামী মার্চ মাসে নতুন বেঞ্চে ডিএ মামলার শুনানি হবে।
আরো পড়ুন :- অবশেষে ৩২ হাজার Group D কর্মী নিয়োগ শুরু ! প্রকাশিত হল বিজ্ঞপ্তিও
সময়ের অভাবে পিছিয়ে গেল শুনানি
আজ সুপ্রিম কোর্টের চার নম্বর ঘরে শুনানি হওয়ার কথা ছিল। যদিও ডেলি কজলিস্টে শেষের দিকে নাম থাকায় সন্দেহ ছিল শুনানি হবে কি না। কারণ অনেক সময় দেখা যায় সময়ের অভাবের শুনানি হয়ে ওঠেনা। আজ দুপুর ২টো নাগাদ সময় দেওয়া হলেও যেটার ভয় ছিল ঠিক সেটাই হল। আজ শুনানি না হওয়ার ফলে পরবর্তী তারিখ দেওয়া হয়েছে । মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামিম জানান, মার্চ মাসে পরবর্তী তারিখ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ২৮ নভেম্বর ২০২২ সালে প্রথম ডিএ মামলা সুপ্রিম কোর্টে ওঠে। এরপর একাধিক বার তারিখ পড়লেও রায় ঘোষণা হয়নি। শেষবার গতবছরের ১লা ডিসেম্বর শুনানি হয়েছিল। এর আগে নভেম্বর মাসেই দুই বিচারপতি মামলার ‘এক্সটেন্সিভ হিয়ারিং’ প্রয়োজন রয়েছে বলে জানান। তবে পরবর্তীতে সময়ের অভাবে শুনানি হয়নি। এরই মাঝে জাস্টিস ঋষিকেশ রায়ের অবসরের দিনও এগিয়ে এসেছে। আগামী ৩১শে জানুয়ারি অবসর নেনেব জাস্টিস ঋষিকেশ রায়। তাই পরবর্তী শুনানি আবারও নতুন বেঞ্চে উঠবে সেটা বোঝাই যাচ্ছে।
আরও পড়ুন:– বরফের মতো সাদা হয়ে যাচ্ছে শিশুরা, শীতের কামড়ে আরও বেহাল গাজ়া
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025