ফের পিছিয়ে গেল আরজি কর মামলার শুনানি, নতুন সময় জানাল শীর্ষ আদালত

By Bangla News Dunia Rajib

Published on:

court

Bangla News Dunia , Rajib : ফের পিছিয়ে গেল আরজি কর মামলার শুনানি। বুধবার সকালেই এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও বিকেল ৩টেয় সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। গত দু’দিনে পর পর দু’বার শুনানি পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট।

মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানির কথা থাকলেও তা স্থগিত হয়ে যায়। পরে প্রধান বিচারতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ জানিয়েছিল, বুধবার তালিকার প্রথমে থাকবে আরজি করা মামলার শুনানি। তবে, বর্তমানে তালিকায় ৩৪ নম্বরে আর জি কর মামলা। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশরের বেঞ্চে এই মামলার শুনানি হবে।

আরো পড়ুন :- ইজরায়েলের হাতে ‘মাদার অফ অল বম্ব’ ! ধ্বংস হয়ে যাবে মুসলিম দুনিয়া ?

আরো পড়ুন :- চীন-পাকিস্তানের রক্তচাপ বাড়িয়ে দিল ভারত !

উল্লেখ্য, বুধবার সুপ্রিম কোর্টে সিভিক ভলান্টিয়ার সংক্ৰান্ত বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার কথা রয়েছে রাজ্য সরকারের। এর পাশাপাশি, সরকারি হাসপাতালগুলিতে সুরক্ষা ব্যবস্থা প্রদানের আপডেট রিপোর্ট দেওয়ার কথা রয়েছে। অন্য দিকে, তদন্তের গতিপ্রকৃতি নিয়ে ‘স্টেটাস রিপোর্ট’ জমা দেওয়ার কথা রয়েছে সিবিআইয়ের।

#END

Bangla News Dunia Rajib

মন্তব্য করুন