ফের পেনশন বিক্রি করার সুযোগ পেতে চলেছেন কর্মীরা।

By Bangla news dunia Desk

Updated on:

Bangla News Dunia , অজয় দাস :- ফের পেনশন বিক্রি করার সুযোগ পেতে চলেছেন কর্মী প্রভিডেন্ট ফান্ডের (ইপিএফ) সদস্যরা। ২০০৯ সালে ওই সুবিধা বন্ধ করে দেন পিএফ কর্তৃপক্ষ। আগামী ১ জানুয়ারি থেকে আবার তা চালু হচ্ছে।

পেনশন বিক্রি বা কমিউটেশন ব্যবস্থায় অবসরের পরে পেনশনের প্রাপ্য পরিমাণ কম নিয়ে একলপ্তে নগদ টাকা হাতে পাওয়ার সুযোগ মেলে। থোক কত টাকা পাওয়া যাবে, তা নির্ভর করে সদস্য পেনশন কতটা কম নিচ্ছেন, তার উপরে। পেনশনের নির্দিষ্ট অংশ পর্যন্তই বিক্রি করা যায়। তবে কোনও সদস্য তা বিক্রি করে নগদ টাকা নিলেও, ১৫ বছর পর ফের পুরো পেনশনই পেতে থাকবেন তিনি।

[ আরো পড়ুন :- রাজ্যপালকে চিঠি মমতার ! সেই চিঠিতে রাজপাল কি টুইট করলো ? ]

Bangla news dunia Desk

মন্তব্য করুন